বিসমিল্লাহির রাহমানির রাহিম
মুসলিম বিজ্ঞানিদের নাম সমূহ:
যুদ্ধের কৌশল ও বারুদ সমপর্কীত বিরাট গ্রন্থ যার নাম “আলফুরুসিয়া ওয়াল মানাসিব উল হারাবিয়া” -২১
--------------------
কম্পাস আবিষ্কারক মুসলমান নাম , ইবনে আহমাদ - ২১
-------
জলের গভীরতা ও সমুদ্রের স্রোত- মাপক যন্ত্র আবিষ্কারকের নাম ইবনে আব্দুল মাজিদ - ২১
-----------
৮৬০ সনে প্রাচীন বিজ্ঞানী হাসান , আহমদ ও মুহাম্মদ সম্মিলিতভাবে ১০০ রকমের যন্ত্র তৈরির নিয়ম ও ব্যবহার প্রণালী তৈরি করে ।
-------------------
বিবর্তনবাদ চার্লস ডারউইনের আগে আবিষ্কার করেন মুসলিম বিজ্ঞানী আল আসমাঈ - ২১ (৭৪০ খিষ্টাব্দে থেকে ৮২৮ খ্রি:)
-----------------
ভূতত্ত্ব সমপর্কে বিখ্যাত গ্রন্থ ‘মুজাম আল উবাদার এর লেখক ইয়াকুব ইবনে আব্দুল্লাহ ৭০২ খৃষ্টাব্দে তুলা থেকে তুলট কাগজ প্রথম তৈরি করেন ইউসুফ ইবনে উমর - ২১
(তার ২ বছর পর বাগদাদে কাগজের কারখানা হয় ।)
------------------
জাবীর ইবনে হাইয়ান তিনি ইস্পাত তৈরি , ধাতুর শোধন , তরল বাষ্পীকরণ , কাপড় ও চামড়া রং করা , ওয়াটার প্রুফ তৈরি , লোহার মরিচা প্রতিরোধক বার্নিশ , চুলের কলপ ও লেকার পাকা কালি সৃষ্টিতে অবদান আছেন । - ২২
(তিনি ধর্মীয় পন্ডিত ছিলেন অপরদিকে গণিতজ্ঞ ও চিকিতসা বিশারদ ছিলেন । তিনি সোহাগা , লবণ , পারদ , পন্ধক , আর্সেনিক ও সালমিয়াক নিয়ে তার লেখা গবেষণা উল্লেখ্যযোগ্য ।
পৃথিবীতে পানি জমিয়ে বরফ তৈরি করাও তার অবদান । তিনি ইউরোপে বরফের কারখানা চালু করেন ।)
---------------------
পৃথিবী বিখ্যাত গণিত বিশারদ ছিলেন ওমর খৈয়াম । তেমনি আছেন নাসিরুদ্দীন তুসি এবং আবুসিনা - ২২
----------------
আকাশ পর্যবেক্ষণের জন্য মানমন্দির প্রথম তৈরি করেন হাজ্জাজ ইবনে মাসার এবং হুনাইন ইবনে ইসহাক - ২২ (৭২৮ খ্রষ্টাব্দে তৈরি করেন )
---------------
মুসলিম ঐতিহাসিক রা কলম না ধরলে ভারতের ইতিহাস নিখোজ হয়ে যেত ।
ঐতিহাসিকদের সিংহভাগ মুসলমানদের ।
যাদের নাম : আলবিরুণী , ইবনে বতুতা , আলিবিন হামিদ , বাইহাকীম , উতবী , কাজী মিনহাজুদ্দিন সিরাজ , মহীয়ুদ্দিন , মুহাম্মাদ ঘোরী , জিয়াউদ্দিন বারণী আমীর খুসরু , শামসী সিরাহ , বাবর , ইয়াহিয়া বিন আহমদ সহ কমপক্ষে ২২ জনের নাম ঐহিহাসিক ভাবে উল্লেখ্যযোগ্য সর্বমোট । - ২২
-+-----------
মুহাম্মাদ সা: এর জীবদ্দশাতেই বাগদাদ , মিশরের কায়রো সালেনা ও কর্ডোভায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠে । - (The Spirit Of Islam সৈয়দ আমীর আলি পৃষ্ঠা ৩৬১ - ৩৬২) চেপে রাখা ইতিহাস ২৩
আদর্শ তালিবি ইলম হিসেবে তারা পৃথিবীর উন্নত স্থানে ।
History Of Arab , Page - 240 . Philip Hitti (২৩)
বিশ্বনবী সা: এর ১১৮ বছর পর ইউরোপ , এশিয়া ও আফ্রিকা তথা স্পেন হতে শুরু করে ভারতের সিন্দু ইসলামী সভ্যতা গড়ে উঠে - ২৩
(বিজ্ঞানের ইতিহাস , ২য় খন্ড পৃষ্ঠা ৯)
আরব সভ্যতার ধারকবাহকরা দেশ জয় করার পাশাপাশি , পন্ডিতবসিয়েছেন মুসলিমরা এবং গ্রন্থাগার স্থাপন করেছেন ।
(বিজ্ঞানের ইতিহাস , ২য় খন্ড পৃষ্ঠা ৯)
উমাইয়া বংশের আমলে ব্যাকরণ লেখা , ইতিহাস লেখা এবং স্থাপত্য বিদ্যার অগ্রগতি শুরু হয় । -
History Of Arab , Page - 240 . Philip Hitti (২৩)
------------------------
আরবরা লিখতে লিখতে কাগজ ফুরিয়ে জুতার চামড়ার উপরে লিখত তাতেও জায়গা হত না ।
- হাদীসের তত্ত্ব ও ইতিহাস ৮১ পৃষ্ঠা , ১৯৬৬
------------------------------
{
খলিফা মামুনের বিরাট গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ছিলেন মুহাম্মাদ ইবনে মুসা আল খারেজেমি ।
ইনিই প্রথম বীজগণিতের আবিষ্কারক - ২৬
Encyclopedia Of Islam vol.I p, 127 (25)
-------------
মুহাম্মাদ ইবনে মুসা আল খারেজেমি ০ এর আবিষ্কারক । গ্রন্থের নাম ‘হিসাব আল জাবার ওয়াল মুকাবেলা’ - ২৫
-----------
মুহাম্মাদ ইবনে মুসা আল খারেজেমি তিনি বিখ্যাত জ্যৈতির্বিদ ছিলেন - ২৫
------
মুহাম্মাদ ইবনে মুসা আল খারেজেমি খলিফার অনুরোধে আকাশের মানচিত্র আকেন এবং পুন্জিকার জন্ম দেন - ২৫
সমরেন্দ্রনাথ সেনের লেখা বিজ্ঞানের ইতিহাস , ২য় খন্ড পৃষ্ঠা ১২৬ , ১৩৬৮ }
----
বাগদাদে ১০৬৭ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয় নিজাম উল মুলক প্রতিষ্ঠা করেন - ২৫
------
৯৭০ খিষ্টাব্দে আফ্রিকার কায়রো রে আলআযহার নামে বিশাল মসজিদ তৈরি হয় । পরবর্তীতে আল আজিজ এটিকে বিশ্ববিদ্যালয় সংযোগ করেন । যেটি এখনও বিদ্যামান - ২৬
১৮০০০ বই ছিল সেসময় ।
------
১০০৪ খৃষ্ঠাবেদ্দ আল হাকিম ”দারুল ইলম “ এর উদ্বোধন করেন । সেখানে কোরআন - হাদিস , ভাষাতত্ত্ব , জ্যোতিবিদ্যা , ব্যাকরণ ও চিকিতসা শাস্ত্র এবং বিতর্ক সভা ছিল - ২৬
-----
0 Comments