বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুয়ালাইকুম ,

আজকে আমি যেটি উপস্থাপনা করতে যাচ্ছি , তা হল , নাস্তিকরা আল্লাহর হাত প্রসঙ্গ কিছু হাত দেখিয়ে আমাদের প্রশ্ন করে থাকেন , যে , এই যে তোমার আল্লাহর হাত বের হয়েছে । আল্লাহর হাত আছে ।

এভাবে তারা নানান , দাবী তুলে , মুসলমান ভাইদের প্রশ্নের সম্মুখীন করে ফেলে ।

তো আসুন , আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো ইংশাআল্লাহ ।

নাস্তিকরা যে আয়াতটি নিয়ে অভিযোগ টি তোলে তা হলো , 


সুরা ফাতাহ : (৪৮) ১০ নাম্বার আয়াত
এছাড়াও (৫:৬৪) তেও পাবেন ।

আল্লাহ তায়ালার হাত আছে , এটা পরিষ্কার । তবে আমাদের আপত্তি সেখানে নয় ।
আমাদের আপত্তি সেই জায়গায় যখন নাস্তিকরা জানতে চায় যে , আল্লাহর হাত আছে , তার মানে আল্লাহ মানুষের মত ? নাউযুবিল্লাহ ।

আল্লাহ তায়ালার হাত কেমন , এটা তিনিই ভালো জানেন । তবে , এটিকে কোন যুক্তি বা অনুমান দিয়েও ব্যক্ষা করা মোটেও উচিত নয় ।

কারণ আল্লাহ তায়ারা বলেছেন 

“কোন কিছুই তার মত সাদৃশ্য নয়” (সূরা আশ শুরা - ১১ নাম্বার আয়াত)

তবে আসুন , আমাদের যা বলার তা হয়ত বলা শেষ , ! আমরা সরাসরি যুক্তিতে চলে যাই ।


1. According To Society:

A.  নাস্তিকরা যেহেতু দাবী করে , আল্লাহর হাত নিশ্চয় মানুষের মত ! তাহলে আল্লাহ মানুষের মত । নাউযুবিল্লাহ ।

যেহেতু দাবী তাদের সেহেতু দাবীটি তারাই প্রমান করবে । তাদেরকে প্রমান করতে হবে , সোসাইটি , তে আমরা হাত বলতে যা বুঝি , আল্লাহর হাত আসলে সেরকম । এটা নাস্তিকদের প্রমান করতে হবে । যদি তারা প্রমান করতে না পারে , তাহলে তাদের দাবী অযুক্তিক ।


B. 

নাস্তিকরা তাহলে বলতেই পারে , যে , তাহলে আল্লাহর হাত বলার দরকার কি ? কারণ আল্লাহ তো সোসাইটির মানুষদেরই বুঝানোর জন্য কোরআন নাযিল করেছেন । সেই সোসাইটির মানুষ যখন কোরআন পরবে , তখন তো অবশ্যই হাত এর দৃশ্য ই মনে পরার কথা । তাহলে আল্লাহ নিজের হাত কে হাত বলে তুলে ধরার যৌক্তিকতা কতটুকু ?

জবাব:

তর্কের খাতিরে ধরেই নিলাম , আল্লাহ তার হাত কে হাত নাম না দিয়ে অন্য নাম দিবেন , কিন্তু যদি অন্য নাম দিতেন তাহলে কি ১৪০০ বছর আগের মানুষ বুঝতেন যে আসলে আল্লাহ তায়ালা কি বলতেছেন ?

১৪০০ বছরের আগের মানুষদের যদি ব্লাকহোল বুঝানো হতো , কেমন হত ? কারণ তাদের কোন নলেজই নেই সেই বিষয়ে ।

অনুরূপ আল্লাহ তায়ালা , মানুষের বোঝার সহজসাধ্যের কারণে , তিনি বলেছেন , তার হাতের কথা বলেছেন এবং এটাই যৌক্তিক ।


2. According To Explanation:

ব্যক্ষার জায়গায় , আমি বলব , নবী সা: বা সাহাবীদের একটা উক্তির মাধ্যমে , যেটি সহীহ সনদ দ্বারা প্রমাণিত , হাদীস , যেটা দিয়ে নাস্তিকরা প্রমান করতে পারবে , যে , আল্লাহর হাত কে মানুষের হাতের মত বলা হয়েছে ।

যদি তারা প্রমান করতে না পারে তাদের দাবী অযুক্তিক প্রমাণিত ।



সর্ব একটি কথাই , বলার ,  তা হলো , আল্লাহ তায়ালা দেখতে কেমন , তার হাত , তার পা , কেমন এ বিষয়ে ক্লিয়ার কোন এভিডেন্স আমাদের কাছে নেই , তবে এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে , আল্লাহ নেই ।