যুক্তি সমূহ:
১. গান আমাদের সমাজে কিভাবে এসেছে ।
২. গান সমাজে অশ্লীলতা ছড়ায় ।
৩. গান , মিউজিক , মুভি মানুষকে , উগ্র বানিয়ে দেয় ।
৪. গান , মিউজিক , মুভি মানুষকে , প্রকৃত বিনোদনের স্বাদ থেকে বিরত রাখে ।
৫. সাব কন্সাস মাইন্ডে মুভির প্রভাব ।
৬. গান , মিউজিক , মুভি এর কারণে , পারিবারিক জীবনে সমস্যাসমূহ ।
৭. ইলুমিনাতি , ফ্রিমেসনারি , স্যাটানিষ্ট দের প্রভাব বিনোদনে ।
৮. ইসলামিক গানে মিউজিক কি সমস্যা ?
৯. দাজ্জালিক ফিতনাতে মিউজিকের প্রভাব !
সুরা লোকমান আয়াত ৬:
| وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ |
মানুষের মদ্ধ্যে কেও কেও অজ্ঞতাবশত: আল্লাহর পথ হতে (মানুষকে) বিচ্যুত করবার জন্যে অবান্তর কথাবার্তা ক্রয় (সংগ্রহ) করে এবং এই পথটিকেই ঠাট্টা বিদ্রুপ করে , তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি ।
(সুরা লোকমান আয়াত - ৬)
----------------------------------
নযর ইবনে হারিস বাণিজ্য থেকে দেশে ফেরার সময় মানুষের জন্য পারস্য দেশ থেকে আজমী সম্রাটের ঐতিহাসিক কাহীনির বই নিয়ে আসে । (কাহীনি)
-----------------------------------
তাফসিরে দুররে মনসুরে আছে ,
ইবনে আব্বাস রা: বলেন , ব্যবসায়ী টি , গায়ীকা বাদী ক্রয় করে এনে তাকে কোরআন শ্রবণ থেকে মানুষকে ফেরানোর ব্যবস্থা করেছিল ।
------------------------------
লাহুয়াল হাদীসের ব্যক্ষা ।:-
লাহুয়াল হাদীস বলতে এখানে , গায়ীকা বাদী এবং আজমীর সম্রাটের কাহীনিও বোঝানের হয়েছে ।
ইবনে আব্বাস , ইবনে মাসউদ , জাবের রা: তাদের তাফসিরে বর্ণনা এসেছে , এর অর্থ গানবাজনা ।
------------
নবী সা: বলেছেন , গায়িকা বাদীদের ব্যবসা করোনা এর পেক্ষিতেই আয়াত ”ওমিনান্নাসি মাই ইয়াসতা’রিই” নাযিল হয়েছে ।
-----
0 Comments