বিসমিল্লাহির রাহমানির রাহিম

সুরা মায়েদা এর ৫৭ নং আয়াতে কি বলা হয়েছে আসুন দেখি,


আমার দৃষ্টিতে এই আয়াতেও খারাপ কিছু বলা হয়নি,
এর কারণ, হল, কারোও দ্বীনকে হাসি ঠাট্টা করা উচিত নয় ।
হাসি ঠাট্টা করলে , এটা কিভাবে মানবিক হতে পারে ?
আল্লাহ, তায়ালা এই কথা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যে, যারা তোমার দ্বীন কে হাসি ও তামাশার বস্তু বানিয়ে ফেলেছে, তাদেরকে ও কাফেরদেরকে বন্ধুরূপ করে নিও না । ব্যাস ক্লিয়ার ।