বিসমিল্লাহির রাহমানির রাহিম


আকাশ ঘন।

 আকাশ কিভাবে ঘন হয়? বিজ্ঞান আমাদেরকে বলে আকাশ কোন শক্ত পদার্থ না যে সেটা ঘন হবে সুতরাং আকাশ ঘন এটা বিজ্ঞানের আলোকে ভুল।

বৈজ্ঞানিক ভুল ২

আকাশ ছুয়ে উঠেছে ঢেউ।

আপনি জানালা দিয়ে তাকান আর নিজেই দেখুন কোথায় আকাশে নদী ছুয়েছে। এই ধরনের অবৈজ্ঞানিক কথা কিভাবে থাকে বিজ্ঞানমনস্কমনাদের কেতাবে?

বৈজ্ঞানিক ভুল ৩

পাখির ডানায় আকা বনের ছবি।

 একটা জীবন্ত পাখির ডানায় কিভাবে বনের পিকচার আকা যায় সেটা দিয়ে ভাবুন, এই দুনিয়ায় কেউ কি জীবন্ত পাখির ডানায় একটা বিশাল বনের দৃশ্য আঁকতে পেরেছে? এটা সম্ভব?

বৈজ্ঞানিক ভুল ৪

 আকাশ কাপে পাখির গলার সুরে।

আমরা জানি আকাশ কখনোই কাপে না আর সামান্য একটা পাখির গলার সুরে আকাশ কিভাবে কেপে উঠে? বিজ্ঞানমনস্ক নাস্তিকরা কি এখন মুমিনদের মত সাহিত্য আর কাব্যিকতার উদাহরণ টানবেন, লজ্জা করবে না?

বৈজ্ঞানিক ভুল ৫

 বৃষ্টি নামে সব পৃথিবী জুড়ে।

 আমরা সবাই জানি সব পৃথিবী জুড়ে কখনোই বৃষ্টি নামে না। "সব পৃথিবী" মানে কি? আমরা তো সবাই জানি যে পৃথিবী মাত্র একটা। তাহলে কিভাবে এই ভয়াবহ বিজ্ঞান বিরোধী কথা নাস্তিকীয় কেতাবে থাকতে পারে?

বৈজ্ঞানিক ভুল ৬

নীলের ভিতর উড়ছে গাংচিল।

 এটা কিভাবে সম্ভব? আমরা জানি নীল একটা রং এর নাম। এখন এটার ভিতরে পাখি কিভাবে উড়তে পারে? আপনি একটা বালতি নিন এবং এটাকে সম্পুর্ন নীল রং দিয়ে ভরে ফেলুন এবং একটা পাখিকে এর ভিতরে রেখে দিন,নিজেই দেখুন তো পাখিটির কি অবস্থা হবে, সে মারা যাবে।