বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেয়ামত পর্যন্ত , নাস্তিকদের এই চ্যালেন্জ দিলে , তারা এটা প্রমান করতে পারবেনা ।
একজন Pedophilia অথবা শিশুকামী মানুষের লক্ষণ কি কি আসুন জেনে নেই । এবং আমরা যাচাই করবো , সেই সমস্ত , লক্ষণ গুলো রাসুল সা: এর ছিল কিনা ???
১. যারা pedophilia তে ভোগেন তাদের IQ লেভেল এবং স্মৃতিশক্তি অনেক কম থাকে ।
Cantor JM, Blanchard R, Christensen BK, Dickey R, Klassen PE, Beckstead AL, Blak T, Kuban ME (2004). "Intelligence, memory, and handedness in pedophilia". Neuropsychology 18 (1): 3–14.
আমার প্রশ্ন রাসুল সা: এর স্বরণশক্তি কি খারাপ ছিল ? যিনি পুরো কোরআন মুখস্ত বলতে পারতেন ।
PedoPhilia এই শব্দটির মাদ্ধ্যমে যারা ১৩ বছর বা তার কম বয়সের উপর যৌন চাহিদা আছে এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ।
নোট:
নবী সা: এর যদি এমন নিয়মিত অভ্যস থাকতো , তাহলে তার স্ত্রীদের মদ্ধ্যে বেশির ভাগকেই ১৩ বছর বা তার কম বয়সী স্ত্রী থাকতো , কেবল মাত্র একটা স্ত্রী কে দিয়ে এটি বিবেচনা অসম্ভব ।
বিশ্ব নবী সা: এর ভিতরে এমন কোন স্পেসিফিক এভিডেন্স , কেও দিতে পারবেনা , যে তিনি সব সময় ৫ বছরের শিশু দেখলে যৌন চাহিদা মিটানোর ইচ্ছা পোষণ করেছেন ।
বিশ্ব নবী সা: এর জীবনি আমরা রিসার্চ করলে পাই , তার যখন ২৫ বছর বয়স তখন তিনি , বয়স্ক মহিলাকে বিবাহ করেন , সুতরাং তার সমন্ধে এরকম , ধারণা করা মূর্খামি ছাড়া আর কিছুই নয় ।
এছাড়াও শিশুকামি লোকরা , শিশুদের সাথে সব সময় ব্যয় করার চেষ্টা করে , তারা কলেজে , স্কুলে শিশুদের খুজে বেরায় , বিশ্বনবী সা: কি সেরকম ছিল ? মোটেও নয় , !
রাসুল সা: যদি শিশুকামিই হবেন , তাহলে তার স্ত্রীদের বয়সের দিকে তাকাইলে তার লক্ষণ কই ? একজন স্ত্রী দিয়ে বিচার করা মূর্খদের কাজ ।
পাত্রীর নাম | বিয়ের সময় পাত্রীর বয়স | মন্তব্য |
খাদিজা বিন্ত খুওয়াইলিদ | ৪০ | পূর্বেই দু’বার বিধবা |
সাউদা বিন্ত যামা | ৫০ | বিধবা |
আয়েশা বিন্ত আবু বাক্র | ৯ | ৯ বছর বয়সে নবির সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেন |
হাফ্সা বিন্ত উমার বিন খাত্তাব | ২২ | বিধবা |
যায়নাব বিন্ত খুযায়মা | ৩০ | তালাকপ্রাপ্তা |
উম্মে সাল্মা বিন্ত আবু উমাইয়া | ২৬ | বিধবা |
যায়নাব বিন্ত জাহাশ | ৩৮ | বিধবা |
জুওয়াইরিয়া বিন্ত হারিস | ২০ | বিধবা |
উম্মে হাবিবা বিন্ত সুফ্য়ান | ৩৬ | বিধবা |
মারিয়া কিব্তিয়া বিন্ত শামুন | ১৭ | - |
সাফিয়া বিন্ত হাই বিন আখতাব | ১৭ | বিধবা |
রাইহানা বিন্ত আম্র বিন কানাফা | - | - |
মাইমুনা বিন্ত হারিস | ৩৬ | বিধবা |
নাস্তিকরা এটা নিয়ে ক্লেইম করা একদমই অনুচিত । কারণ , রিচার্ড ডকিংস এর ভাষায় , শিশুকামিতা খুব একটি খারাপ জিনিষ নয় । যেমন তিনি বলেছেন:
তিনি একটি নতুন বায়োগ্রাফি তে অধ্যাপক ডকিংস জানিয়েছেন যে , কিভাবে Salisbury Prep school এ একজন মাষ্টার তাকে হাটুতে টেনে নিয়ে গিয়েছিলেন এবং তার হাফপ্যান্টের ভিতরে হাত রাখে । তিনি এভাবে অন্য ছেলেদেরও শ্লীলতাহানী করা হয়েছিলো । এ ব্যাপারে সে বলেছে : আমি মনে করিনা যে , এটি খারাপ কিছু বা ক্ষতি তিনি করেছেন ।
যেখানে রিচার্ড ডকিংস এই কথা বলেছে , সেখানে , নাস্তিকদের কোন সমস্যাই থাকার কথা নয় ।
0 Comments