বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম , সম্মানিত ভাই ও বোনেরা , আজকে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমি । যেটি ইসলাম বিদ্বেশীরা ক্লেইম করে থাকে ।
মুলত আজকে আলোচনা করবো সূরা তালাকে ৪ নং আয়াত এর উপর ।
আল্লাহ তায়ালা বলেছেন ,
নাস্তিকদের দাবী হল , এই আয়াত দিয়ে নাকি , এমন মেয়েকে বিবাহ করার নীতি ইঙ্গিত করা হয়েছে যেখানে , বুঝা যায় , যাদের এখনও প্রাপ্ত বয়স্ক নয় সহবাসের জন্য ।
যদিও তারা এটার পরিষ্কার ভাবে কোন বিষয় দেখাতে পারবেনা , যেটার মাদ্ধ্যমে প্রমানিত হবে যে , এখানে সরাসরি অপ্রাপ্ত বয়স্ক দের কথা বলা হয়েছে । আসুন আমরা আগে জেনে নেই একটি মেয়ের পেরিয়ড / হায়েজ কখন শুরু হয় ।
...............................................
আরেকটি রিপোর্ট তেই
.....................................................................
Medical News Today এর রিপোর্ট এ বলতেছে ,
এবার জেনেই নেই যেহেতু মেডিক্যাল সাইন্স বলছে , গড়ে ১০ থেকে ১৬ বছরের মদ্ধ্যেই একটি মেয়েরে পেরিয়ড হয় ।
আমরা সাধারণত মনে করি , যে এই বয়সের নিচে কক্ষনও বাচ্চার মা হওয়া সম্ভব না । কিন্তু অবাক করা তথ্য কলেও সত্য যে , লিনা মেডিনা নামে একজন পেরু মহিলা যিনি সর্বকনিষ্ট নিশ্চিত মা হয়েছিলেন । তিনি ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে জন্মগ্রহণ করেছিলেন ।
Wikipedia বলছে , ina Marcela Medina de Jurado (Spanish pronunciation: [ˈlina meˈðina]; born 23 September 1933)[1] is a Peruvian woman who became the youngest confirmed mother in history, giving birth at age five years, seven months, and 21 days.
এমনকি ডাক্তার তার সমপর্কে বলেছে “The doctors found that she already had fully mature sexual organs from precocious puberty.”
ডাক্তার এর কথা অনুযায়ী তার সমপূর্ণ যৌন অঙ্গ পরিপক্ক ছিল ।
তার পেরিয়ড কবে শুরু হয়েছে সে ব্যাপারে বলা হয়েছে ,
Dr. Edmundo Escomel reported her case in the medical journal La Presse Médicale, including the additional details that her menarche had occurred at eight months of age, in contrast to a past report stating that she had been having regular periods since she was three years old .
ডক্টর এডমুন্ডো তিনি যা বলেন , তা হল , ৮ মাস বয়সে তার পেরিয়ড হয় । আবার আরেকটি রিপোর্ট
এ পাওয়া যায় তার ৩ মান বয়সে পেরিয়ড হয় ।
এবার আসুন , দেখবো , প্রথম পেরিয়ড ছারাই কি কক্ষনোও প্রেগনেন্ট বা গর্ভধারণ করা সম্ভব ?
উত্তর হ্যা ।
বিস্তারিত নিচে দেখুন ।
একটু ভালোভাবে দেখুন , এখানে কি লিখা আছে ? আপনি গুগলে গিয়ে সার্চ দিন “pregnant without first period"
এর পরেই দেখতে পারবেন , বিষয়টা কি ।
এখানে পরিষ্কার ভাবে বলা আছে ,
"Yes, a girl can get pregnant before she gets her first period.
Getting pregnant is related to ovulation. Because a girl can ovulate before having her first period, it is possible to become pregnant if she has sex."
হ্যা , একজন মেয়ে তার প্রথম পেরিয়ড এর আগেই গর্ভবর্তী হতে পারে । তিনি যদি সহবাস করেন , তাহলে এটি সম্ভব ।
তার মানে বুঝা গেলো , পেরিয়ড ছাড়াও প্রেগনেন্সি সম্ভব , আর প্রেগনেন্সি সম্ভব মানে সেই মেয়ে অলরেডি সহবাসের উপযুক্ত ।
আর এই নাস্তিক গুলো , তারা যেটা বলে এই আয়াত দিয়ে যে , “এইখানে বাচ্চা শিশুদের নিয়ে এসে সেক্স করা কে সমর্থন দিয়েছে”
বুঝুন অবস্থা ।
আমি যদি ৫৫ বছর মহিলা কে বিবাহ করি ? এবং তার তো অবশ্যই পেরিয়ড বন্ধ । তাকে যদি তালাক দিই তাহলে কতদিন ওয়েট করতে হবে , বিধান কই পাবো ? বলেন ? উক্ত , সূরাহ তালাক এর ৪ নং আয়াত হল তার জবাব । ইসলামবিদ্বেশীদের চোখে শুধু অযাচার ছাড়া আর কিছু পরেনা ।
আবারাও অনেক মেয়ের েএমনও হতে পারে যে , তার মাসিক বন্ধ হয়ে গেছে । ৪ মাস যাবত , ! তখন কি করবেন ? যদি তাকে তালাক দেন ? সে ক্ষেত্রেও সমাধান টি আমরা এই আয়াতে পাই ।
0 Comments