দর্শনের সংজ্ঞা দেওয়া বিশাল কঠিন কাজ । কোন ব্যক্তিই দর্শনের সংজ্ঞা পূংখানু পূংখানু করে দিতে সক্ষম নয় ।
আগে জানবো , Philosophy অর্থ কি ?

Philosophy অর্থ কি ? (Definition)

দর্শনের বুতপত্তিগত অর্থ “জ্ঞ্যানের প্রতি অনুরাগ” । দার্শনিক হলেন অনুরাগী । Philosophy শব্দটি গ্রিক শব্দ “Philos" এং “Sophia" থেকে উদ্ভূত হয়েছে । Philos শব্দের ইংরেজি অর্থ "Loving" এবং বাংলা অর্থ অনুরাগ । Sophia শব্দের ইংরেজি অর্থ "Knowledge" এবং বাংলা অর্থ জ্ঞ্যান ।
মোটকথা , Philosophy অর্থ হল জ্ঞ্যানের প্রতি অনুরাগ ।

Philosopher তারাই , যারা জ্ঞ্যানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী: যিনি জ্ঞ্যান-সন্ধানী বা সত্য-সন্ধানী ।

Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 17 


এখানে Philosopher হওয়ার Condition তাকে সত্য-সন্ধানী হতে হবে । (Condition-1)



দর্শন বা Philosophy এর সংজ্ঞা নিয়ে বিতর্ক:-

 দর্শন সংজ্ঞা নিয়ে ব্যপক বিতর্ক দেখা যায় । যেমন
            ”দর্শন হলো প্রকৃতি সমপর্কে এক সামগ্রিক ধারণা লাভের অনুসন্ধান , বস্তুর সার্বিক ব্যখার চেষ্টা ।” (Definition)
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 18 

            ”জগত কী হবে যাতে করে মন জগতকে জানতে পারে এবং মন কী হবে যাতে করে মন জগতকে জানতে পারে - তার ব্যখ্যা দেওয়ার প্রচেষ্টাই দর্শন ।"  (Definition)

Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 18 

(C) দার্শনিক মারভিন বলেন , 
            ”দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ- সব সত্য যার অন্তর্ভুক্ত এমন জ্ঞানের পূর্ণ ভান্ডার , যাতে সব সত্য এক মহান অখন্ডতার মদ্যে সুবিন্যস্ত ।”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 18 

            ” দর্শন অকষ্মিক কিছু নয় , অলৌকিকও নয় বরং অনিবার্য ও স্বাভাবিক ।”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 18 

(E) দার্শনিক ইমানুয়েল কান্ট বলেন ,
        "দর্শন হলো জ্ঞ্যান সমপর্কীয় বিজ্ঞান এবং তার সমলোচনা”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 23 

(F) দার্শনিক ফিকটে বলেন ,
    ” দর্শন হলো জ্ঞ্যান-বিজ্ঞান ।”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 23 

(G) দার্শনিক কোতে বলেন,
    ” দর্শন হলো জ্ঞ্যান বিজ্ঞানের বিজ্ঞান - এটা সকল বিজ্ঞানের সিদ্ধান্তগুলো সমন্বয়ের প্রচেষ্টা ।”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 23 

(H) দার্শনিক পলসন বলেন,
    ”দর্শন সমস্ত বৈজ্ঞানিক জ্ঞ্যানের সমষ্টি ।”
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . Page no. 23 

(I) দর্শন সংজ্ঞা , ভুন্ড - ২৩ পৃষ্ঠা
(J) দর্শন সংজ্ঞা , হার্বাট স্পেন্সার - ২৩ পৃষ্ঠা
(K) দর্শন সংজ্ঞা , প্লোটো - ২৩ পৃষ্ঠা
(L) দর্শন সংজ্ঞা , হেগেল  - ২৩ পৃষ্ঠা
(M) দর্শন সংজ্ঞা , কুল্প - ২৪ পৃষ্ঠা
(N) দর্শন সংজ্ঞা , ভ্যাবারবেগ - ২৪ পৃষ্ঠা

Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . 


টোটালে আমরা দর্শন সমপর্কে ১৪ টি মতামত পাই । আপনারা উক্ত বইয়ের , দেওয়া পৃষ্টা নাম্বার গুলো খুল লে বাকি গুলো পেয়ে যাবেন ।





দর্শনের সাধারণ কিছু Principle:

1. দার্শনিক সমাজে কোন সীমারেখা নেই । ১৭ পৃষ্ঠা
2. দর্শন অন্ধভাবে কিছু গ্রহন করেনা । - ২১ পৃষ্ঠা
3. দার্শনিক আলোচনার প্রথম শর্ত জ্ঞ্যানের সীমা কে জানা - ২৬ পৃষ্ঠা
4. সাধারণ জ্ঞ্যান সঠিক হলে , বিজ্ঞানে পৌছানো সম্ভব । - ২৯ পৃষ্ঠা 
5.বচনের ভিত্তি দূর্বল হলে বচন ভ্রান্ত বলে গণ্য হবে - ৫৫ পৃষ্ঠা


দর্শনের সাধারণ কিছু Theory

1. প্রশ্নের জবাব যিনি দেন তিনি দার্শনিক । - ১৮ পৃষ্ঠা
2. দর্শন মানে চোখে দেখা - ১৭ পৃষ্ঠা
3. বিশ্বের সব ‍কিছু সংশয়পূর্ণ - ২১ পৃষ্ঠা
4. এমন কোন দিক নেই যা দর্শন নেই - ২৪ পৃষ্ঠা
5. দর্শন ও জ্ঞ্যানবিদ্যা এক জিনিষ নয় - ২৬ পৃষ্ঠা
6. সাধারণ জ্ঞ্যান নির্বিচারবাদী অন্ধ বিশ্বাস - ২৬ পৃষ্ঠা
7. সংশয় থেকে দার্শনিক চিন্তার উতপত্তি - ২২ পৃষ্ঠা
8. ধর্ম বিশ্বাস ও দর্শন তর্ক করে - ৩১ পৃষ্ঠা
9.যা যুক্তির আওতায় পরেনা দর্শন তা স্বীকার করেনা - ৩১ পৃষ্ঠা
10.দর্শনে ভালো খারাপ নীতিবোধ তেমন প্রয়োজন নেই - ৩২ পৃষ্ঠা
11. রূপকের স্থান দর্শনে নেই - ৩২ পৃষ্ঠা
12. প্রতক্ষের মাধ্যমে বস্তুর গুনকে জানা যায় কিন্তু গুনের আধার জানা যায় না , ডেকার্ট - ৪৩ পৃষ্ঠা
13. তর্কের উদ্দেশ্য সত্য সন্ধান - ৪৬ পৃষ্ঠা
14. মানুষের অভিজ্ঞতায় সত্য ভালো মন্দ ঠিক করবেন - ৬৩ পৃষ্ঠা





দর্শনের অবস্থান (The location of the philosophy)

দর্শনে সাধারণ জ্ঞ্যান:-
দর্শনের সাধে , সাধারণ জ্ঞ্যানের , অনেক ভালো সমপর্ক । সাধারণ জ্ঞ্যান পদ্ধতিহীন এবং দার্শনিক জ্ঞ্যান পদ্ধতিগত । সাধারণ জ্ঞ্যান থেকেই দর্শনের যাত্রা শুরু ।
Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . পৃষ্ঠা : ২৬

দর্শনে বিজ্ঞানের অবস্থান:-
দর্শন হলো বিচার বুদ্ধির মাধ্যমে সত্যকে জানার চেষ্টা । আর বিজ্ঞান হলো কোন বিষয়ের বিশেষ জ্ঞ্যান ।
সাধারণ জ্ঞ্যান সুসংহত , সুসংবদ্ধ , সুবিন্যস্ত এবং সার্বিক হলেই বৈজ্ঞানিক জ্ঞ্যানের স্তরে পৌছায় । 
সাধারণ জ্ঞ্যান এর এক স্তর উপরে বিজ্ঞান আর বিজ্ঞানের এক স্তর উপরে দর্শন ।

Refference:
দর্শনের সমস্যাবলি ,  Problem Of Philosophy , Introduction , Prof. Muhammad Nur Nabi . পৃষ্ঠা : ২৯