বিসমিল্লাহির রাহমানির রাহিম
মিজানুস
সরফ ও মুনশায়িব
মীযান এর লেখক কে ? - ৫
সিরাজুদ্দীন (র.) এর সমপর্কে আলোচনা - ৫
মুনশায়িব কিতাবের লেখ পরিচিতি - ৬
ইলমুস সরফ সমপর্কে আলোচনা - ৭
ইলমুস সরফ এর মাওজুন (আলোচ্য বিষয়) - ৭
ইলমুস সরফ এর উদ্দেশ্য - ৭
ইলমুস সরফ এর নামকরণ - ৭
মিযানুস সরফ এর পরিচয় - ৭
ফাতাহ , কাছরা , জম্মা - ৮
তানবিন , হরকত , সুকূন ও জযম , তাশদীদ , মাযমূম , মাফতূহ , মাকসূর , মুতাহাররিক , সাকিন , মুশাদ্দাদ , হরফে ইল্লাত কি ? - ৮
লফজ এর সংজ্ঞা - ৯
অর্থহীন ধ্বনি কে মুহমাল বলা হয় - ৯
অর্থবোধক ধ্বনি কে মাওজুঅ বলা হয় - ৯
কালিমা পরিচিতি - ৯
১. ইসম এর সংজ্ঞা - ৯
২. ফেল এর সংজ্ঞা - ৯
৩. হারফ এর সংজ্ঞা - ৯
বাহস আফআলে মুতাছররেফাহ ( রূপান্তরশীল ফেল এর আলোচনা ) সংজ্ঞা এর প্রকারভেদ - ৯
১. মাজি এর সংজ্ঞা - ১০
২. মুসতাকবেল এর সংজ্ঞা - ১০
৩. হাল এর সংজ্ঞা - ১০
ফেলে মুযারে এর শেষে সব সময় পেশ হবে - ১০
ফেল এর বিস্তারিত বিবরণ , প্রকারভেদ - ১০
১. ফেলে মাজি এর সংজ্ঞা - ১০
২. ফেলে মুজারে’ এর সংজ্ঞা - ১০
৩. ফেলে আমর এর সংজ্ঞা - ১০
৪. ফেলে নাহি এর সংজ্ঞা - ১০
হাল এবং মুসতাকবেল দ্বাড়া ফেলে মুযারেঅ কে বুঝানো হয় - ১০
মাছদার কি - ১১
ফেলে মাজি এবং ফেলে মুযারেঅ এর প্রকারভেদ - ১১
১. মা’রুফ (কর্তবাচক) এর সংজ্ঞা - ১২
২. মাজহুল (কর্মবাচক) এর সংজ্ঞা - ১২
ফেলে মাজি এবং ফেলে মুযারেঅ এর প্রকারভেদ - ১১
১. ইছবাত (হ্যা-বাচক) - ১২
২. নফিই (না-বাচক) - ১২
শাখছ (পুরুষ) ৩ প্রকার - ১২
১. গয়িব (নাম পুরুষ) - ১২ (অনুপুস্থিত)
২. হাজের (মধ্যম পুরুষ) - ১২ (উপস্থিত)
৩. মুতাকাল্লিম (উত্তম পুরুষ) – ১২ (নিজে)
জিনস (লিঙ্গ) এর সংজ্ঞা : - ১২
১. মুযাক্কার - (পুং লিঙ্গ) - ১২
২. মুয়ান্নাস - (স্ত্রী লিংঙ্গ) - ১২
আরবি বচন - ১২
১. ওয়াহেদ (একবচন) - ১২
২. তাছনিয়া (দ্বীবচন) - ১২
৩. জমআ (বহুবচন) - ১২
ফেলে মুজারে’ এবং ফেলে মাজি উভয়ে লিঙ্গ , বচন , পুরুষ হিসেবে ১৪ টি রূপ (ছিগাহ) রয়েছে - ১৩
১. মুজাক্কার গয়েব - ৩ টি রূপ - ১৩
ক. ওয়াহেদ মুজাক্কার গয়েব (একবচন) - ১৩
খ. তাছনিয়া মুজাক্কার গয়েব (দ্বীবচন) - ১৩
গ. জমআ মুজাক্কার গয়েব (বহুবচন) - ১৩
২. মুয়ান্নাস গয়েব - ৩ টি রূপ - ১৩
ক. ওয়াহেদ মুয়ান্নাস গয়েব (একবচন) - ১৩
খ. তাছনিয়া মুয়ান্নাস গয়েব (দ্বীবচন) - ১৩
গ. জমআ মুজা মুয়ান্নাস গয়েব (বহুবচন) - ১৩
৩. মুজাক্কার হাজের - ৩টি রূপ - ১৩
ক. ওয়াহেদ মুযাক্কার হাজের (একবচন) - ১৩
খ. তাছনিয়া মুযাক্কার হাজের (দ্বীবচন) - ১৩
গ. জমআ মুযাক্কার হাজের (বহুবচন) - ১৩
৪. মুয়ান্নাস হাজের - ৩টি রূপ - ১৪
ক. ওয়াহেদ মুয়ান্নাস হাজের (একবচন) - ১৪
খ. তাছনিয়া মুয়ান্নাস হাজের (দ্বীবচন) - ১৪
গ. জমআ মুজা মুয়ান্নাস হাজের (বহুবচন) - ১৪
৫. মুতাকাল্লিম - ১৪
১. ওয়াহেদ মুতাকাল্লিম (মুযাক্কার / মুয়ান্নাস) , একবচন - ১৪
২.জমআ মুতাকাল্লিম (মুযাক্কার / মুয়ান্নাস ) , দ্বীবচন - ১৪Avj - dv‡qj : 14
ওয়াজনুল আফ আল , ফেলের ওজন - ১৪
ওজন কে কেন্দ্র করে অন্যন্য ফেল কে ছিগা তে রূপান্তর প্রক্রিয়া - ১৫
ফা কালিমা , আইন কালিমা এবং লাম কালিমা - ১৫
আজ জমির , জমির (সর্বনাম) - ১৫
ফেল এর সাথে যুক্ত হলে জমির এর রূপ সমূহ - ১৫
বাহাস ফেলে মাজি এর আলোচনা - ১৭
১.মাজি মুতলাক (সাধারণ অতীত) - ২৩
২.মাজি করিব (নিকটবর্তী অতীত) - ২৩
৩.মাজি বাইদ (দূরবর্তী অতীত) - ২৩
৪.মাজি ইসতিমররি (চলমান অতীত) - ২৩
৫.মাজি ইহতিমালি (সন্দেহসূচক অতীতকাল) - ২৩
৬.মাজি তামান্নি (আকাঙ্কাসূচক অতীতকাল) - ২৩
ইছবাত ফেলে মাজি মুতলাক মা’রুফ - ১৭
Principle : [তিন অক্ষরযুক্ত মাছদার এর ফা কালিমা তে যবর এবং আইন কালিমা তে বাব অনুযায়ী পেশ , যবর , অথবা যের দিয়ে লাম কালিমা তে যবর দিলেই হবে ।]
ইছবাত ফেলে মাজি মুতলাক মাজহুল - ১৯
Principle: [মাযি মুতলাক মা’রুফ এর সীগার প্রথম অক্ষর ”ফা’কালিমা” তে পেশ এবং আইন কালিমা তে যেরবিশিষ্ট হলে তা বহাল থাকবে] ।
নফি ফেলে মাজি মুতলাক মা’রুফ - ২১
Principle: [ইছবাত ফেলে মাজি মুতলাক মা’রুফ এর সীগার পূর্বে না-অর্থবোধক একটি মা যোগ করতে হবে , এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোন পরিবর্তন সাধন করে না; তবে হ্যা অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয় ] ।
নফি ফেলে মাজি মুতলাক মাজহুল - ২২
Principle: [ইছবাত ফেলে মাজি মুতলাক মা’জহুল এর পূর্বে না - অর্থ বোধক একটি মা যোগ করতে হবে। এই মা শব্দের অর্থের মদ্ধ্যে কোন পরিবর্তন সাধন করেনা তবে হ্যা অর্থ কে না অর্থে পরিবর্তন করে দেয় ] ।
মাজি এর প্রকারভেদের সংক্ষিপ্ত পরিচিত - ২৩
১. মাজি মুতলাক (সাধারণ অতীত) - ২৩
২. মাজি করিব (নিকটবর্তী অতীত) - ২৩
৩. মাজি বাইদ (দূরবর্তী অতীত) - ২৩
৪. মাজি ইসতিমররি (চলমান অতীত) - ২৩
৫. মাজি ইহতিমালি (সন্দেহসূচক অতীতকাল) - ২৩
৬. মাজি তামান্নি (আকাঙ্কাসূচক অতীতকাল) - ২৩
ফেলে মাজি
ইছবাত ফেলে মাজি করিব মারুফ - ২৪ - কদ ফাআলা
Principle: [ইছবাত ফেলে মাজি মুতলাক মা’রুফ এর পূর্বে ”কদ” বসালে এটি কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি করিব মাজহুল - ২৫ - কদ ফুয়িলা
Principle: [ইছবাত ফেলে মাজি মুতলাক মা’জহুল এর পূর্বে “কদ” বসালে এটি কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি করিব মারুফ - ২৬ - কদ মা ফাআলা
Principle: [নফি ফেলে মাজি মুতলাক মা’রুফ এর পূর্বে ”কদ” বসালেই এটি কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি করিব মাজহুল - ২৭ কদ মা ফুয়িলা
Principle: [নফি ফেলে মাজি মুতলাক মাজহুল এর পূর্বে ”কদ” বসালেই এটি কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি বাইদ মারুফ - ২৮ কানা ফাআলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মা’রুফ এর পূর্বে ”কা’না” বসালেই এটি কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি বাইদ মাজহুল - ২৯ কানা ফুয়িলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর পূর্বে ”কা’না”বসালেই এটি কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি বাইদ মারুফ - ৩০ মা কানা ফাআলা
Principle: [ ইছবাত ফেলে মাজি বাইদ মারুফ এর পূর্বে না অর্থবোধক একটি ”মা” যোগ করতে হবে । এটি শব্দের অর্থ কে না বোধক করে দেয় ] ।
নফি ফেলে মাজি বাইদ মাজহুল - ৩১ মা কানা ফুয়িলা
Principle: [ নফি ফেলে মাজি বাইদ মাজহুল এর পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে । যেটি শব্দের অর্থের মদ্ধ্যে না বোধক করে দেয় ] ।
ইছবাত ফেলে মাজি ইসতিমররি মারুফ - ৩২ কানা ইয়াফআলু
Principle: [ইছবাত ফেলে মাজি মুজারে মা’রুফ এর পূর্বে কানা বসালেই কার্যকর হবে ।] ।
ইছবাত ফেলে মাজি ইসতিমররি মাজহুল - ৩৩ কানা ইয়ুফআলু
Principle: [ইছবাত ফেলে মাজি মুজারে মাজহূল এর পূর্বে কানা বসালেই কার্যকর হবে ।] ।
নফি ফেলে মাজি ইসতিমররি মারুফ - ৩৪ মা কানা ইয়াফআলু
Principle: [ইছবাত ফেলে মাজি ইসতিমররি মা’রুফ এর পূর্বে না বোধক ”মা” দিলেই কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি ইসতিমররি মাজহুল - ৩৫ মা কানা ইয়ূফআলু
Principle: [ ইছবাত ফেলে মাজি ইসতিমররি মাজহুল এর পূর্বে না অর্থবোধক ”মা” দিলেই কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ - ৩৬ লায়াল্লামা ফাআলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মা’রুফ এর পূর্বে ”লাআল্লামা” বসালে কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল - ৩৭ লায়াল্লামা ফুয়িলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর পূর্বে ”লাআল্লামা” বসালে কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ - ৩৮ লায়াল্লামা মা ফাআলা
Principle: [ ইছবাত ফেলে মাজি ইহতিমালি মা’রুফ এর ”লায়াল্লামা” এর পরে না বোধক মা দিলেই কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল - ৩৯ লায়াল্লামা মা ফুয়িলা
Principle: [ ইছবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল এর ”লায়াল্লামা” এর পরে না বোধক মা দিলেই কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি তামান্নি মারুফ - ৪০ লায়তামা ফাআলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর পূর্বে ”লায়তামা” বসালে কার্যকর হবে ] ।
ইছবাত ফেলে মাজি তামান্নি মাজহুল - ৪০ লায়তামা ফুয়িলা
Principle: [ ইছবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর পূর্বে ”লায়তামা” বসালে কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি তামান্নি মারুফ - ৪২ লায়তামা মা ফাআলা
Principle: [ ইসবাত ফেলে মাজি তামান্নি মারুফ এর পূর্বে একটি ”মা বসালে” না বোধক কার্যকর হবে ] ।
নফি ফেলে মাজি তামান্নি মারুফ - ৪৩ লায়তামা মা ফুয়িলা
Principle: [ ইসবাত ফেলে মাজি তামান্নি মাজহুল এর পূর্বে একটি ”মা বসালে” না বোধক কার্যকর হবে ] ।
ফেলে মুজারে
ফেলে মুজারে এর আলোচনা: ৪৫
Principle: [ ফেলে মাজি এর পূর্বে মুজারে এর আলামত কোন একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে ] ।
আলামতে মুজারে - ৪৫
১. আলিফ
২. তা
৩. আইন
৪. নুন
নুনে এরাবি যে সমস্ত সীগার সাথে যুক্ত করতে হয় - ৪৫
ইসবাত ফেলে মুজারে মা’রুফ - ৪৬ ইয়াফআলু
ইসবাত ফেলে মুজারে মাজহুল - ৪৭ ইউফআলু
Principle: [ মুজারে এর আলামত এর উপরে পেশ দিয়ে আইন কালিমাতে যবর না থাকলে যবর দিতে হবে এবং লাম কালিমাতে পুর্বের মতো পেশ অবস্থায় বহাল রাখতে হবে ] ।
নফি ফেলে মুজারে মা’রুফ - ৪৮ লা ইয়াফআলু
Principle: [ ইসবাত ফেলে মুজারে মারুফ এর পূর্বে - লা’এ নফি মানে ”লা” যোগ করলে কার্যকর হবে ] ।
নফি ফেলে মুজারে মাজহুল - ৪৯ লা ইউফআলু
Principle: [ ইছবাত ফেলে মুজারে মাজহুল এর আগে না বোধক ”লা যোগ করতে হবে তাহলে কার্যকর হবে ] ।
নফি তাকিদ ফেলে বালান দারফেল মুসতাকবেল মা’রুফ
নফি তাকিদ বালান দারফেল মুসতাকবেল মা’রুফ এর আলোচনা - ৫১ লান ইয়াফআলা
Principle: [ ফেলে মুজারে মা’রুফ - এর পূর্বে না-অর্থবোধক একটি ”লান” যোগ করলে কার্যকর হবে ] ।
নফি তাকিদ বালান দারফেল মুতসতাকবেল মাজহুল - ৫৩ লান ইউফআলা
Principle: [ ফেলে মুজারে মাজহুল এর পূর্বে না অর্থবোধক ”লান” যোগ করলে কার্যকর হবে ] ।
নফি জাহদ বালান দারফেল মুসতাকবেল মারুফ - ৫৪ লাম ইয়াফআালা
Principle: [ নফি জাহদ বালাম দারফেল মুসতাকবেল মা’রুফ ফেলে মুজারে - এর পূর্বে না অর্থবোধক একটি লাম” যোগ করলে কার্যকর হবে ] ।
নফি জাহদ বালাম দারফেল মুসতাকবেল মাজহুল - ৫৬ লাম ইউফআলু
Principle: [ ফেলে মুজারে মাজহুল এর পূর্বে না বোধক ”লাম” যোগ করলে কার্যকর হবে ] ।
লাম তাকিদ বানুনে তাকিদ ছাকিলাহ দারফেল মুসতাকবেল মারুফ
লাম তাকিদ বানুনে তাকিদ ছাকিলাহ দারফেল মুসতাকবেল মারুফ - ৫৮ লাইয়াফআলান্না
Principle: [ ফেলে মুজারে মা’রুফ এর পূর্বে একটি লাম তাকিদ এবং শেষে নুনে তাকিদ ছাকিলাহ দিলে কার্যকর হবে ] ।
নুনে তাকিদ এর প্রকারভেদ - ৫৮
১.নুনে ছাকিলাহ ( তাশদিদ যুক্ত নুন ) - ৫৮
২.নুনে খফিফাহ ( সাকিন যুক্ত নুন ) - ৫৮
নুনে ছাকিলা এবং নুনে খফিফা কয়টি জায়গায় হয় - ৫৮
লাম তাকিদ বানুনে তাকিদ ছাকিলাহ দারফেল মুসতাকবেল মাজহুল - ৫৮ লাইউফআলান্না
Principle: [ ফেলে মুজারে মাজহুল এর পূর্বে একটি লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ ছাকিলাহ দিলে কার্যকর হবে ] ।
লামে তাকিদ বানুনে তাকিদ খফিফা দারফেল মুসতাকবেল মারুফ - ৬১ লা ইয়াফআলান
Principle: [ ফেলে মুজারে মাজহূল এর পূর্বে একটি লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ খফিফা যোগ করলে এটি কার্যকর হবে । ]
লামে তাকিদ বানুনে তাকিদ খফিফা দারফেল মুসতাকবেল মাজহূল - ৬২ লা ইউফআলান
Principle: [ ফেলে মুজারে এর পূর্বে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ খফিফা যোগ করলে কার্যকর হবে । ]
ফেলে আমর
ফেলে আমরের আলোচনা - ৬৪
Principle: [ ফেলে মুজারে থেকে ফেলে আমরের সকল সীগাহ গঠিত হয় । ]
১.মুজারে গয়েব থেকে আমরে গয়েব
২.মুজারে হাজের থেকে আমরে হাজের
৩.মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম
৪.মুজারে মা’রুফ থেকে আমরে মা’রুফ
৫.মুজারে মাজহুল থেকে আমারে মাজহুল ।
আমর হাজের মারুফ এর গঠনপ্রণালী - ৬৪
Principle: [ প্রথমে আলামতে মুজারে কে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকতযুক্ত নাকি সাকিন যুক্ত ? যদি হরকতযুক্ত হয় তাহলে লাম কালিমা টি দেখতে হবে । যদি লাম কালিমা হরফে সহীহ হয় , তাহলে তাকে সাকিন করতে হবে । আর যদি শেষ অক্ষরটি হরফে ইল্লাত হয় তাহলে তাকে বিলুপ্ত করতে হবে ।
আলামতে মুজারে কে বিলুপ্ত করার পরবর্তী অক্ষর সাকিনযুক্ত হয় , তাহলে আইন কালিমা টি দেখতে হবে । যদি তা যের বা যবর যুক্ত থাকে তাহলে শুরুতে যেরযুক্ত একটি হামজায়ে ওছল” যোগ করতে হবে এবং লাম কালিমা হরফে সহীহ হলে তাকে সাকিন করতে হবে । ইল্লত হলে তাকে বিলুপ্ত করতে হবে ।
আর যদি , আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন হয় এবং আইন কালিমাটি পেশযুক্ত হয় , তাহলে শুরুতে পেশযুক্ত একটি হামজায়ে ওছল যোগ করতে হবে । আর লাম কালিমাটি তে হরফে সহীহ হলে তাকে সাকিন করতে হবে ।
এবং লাম কালিমাতে হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করে দিতে হবে ।
এছাড়াও ফেলে মুজারে এর সীগাহসমূহের সব প্রকার ”নুনে এরাবি ” ’আদেশসূচক ক্রিয়া ’ তথা ফেলে আমর – এর মধ্যে বিলুপ্ত হয়ে যাবে ।
]
আমরে মুতাকাল্লিম এবং আমরে গায়েব আমরে হাজের মাজহুল এর গঠনপ্রণালি: ৬৫
Principle: [ আমরে মুতাকাল্লিম এবং আমর গায়েব , আমর হাজের মাজহুল গঠন করতে হলে ফেলে মাজারে এর সীগার শুরুতে একটি যেরযুক্ত ”লামে আমর” যুক্ত করতে হবে এবং লামে কালিমা টি হরফে সহীহ হলে সাকিন করতে হবে । লাম কালিমাটি হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে ।
উল্লেখ্য যে , আমর এর সীগাহ গুলোতে নুনে এরাবি টি বিলুপ্ত হবে ।
]
আমর হাজের মারুফ - ৬৫ ইফআল
আমর হাজের মাজহুল - ৬৬ লিতুফআল
আমর গায়েব মারুফ – ৬৬ লিইয়াফআল
আমর গায়েব মাজহুল - ৬৭ লিইয়ূফআল
আমরে মুতাকাল্লিম মারুফ - ৬৭ লিআফআল
আমরে মুতাকাল্লিম মাজহুল - ৬৮ লিউফআল
আমরে হাজের মারুফ বানুনে ছাকিলা - ৬৯ ইফআলান্না
Principle: [ফেলে মুজারে এর মতো ফেলে আমরের সীগাহ গুলোতেও নূনে ছাকিলাহ ও নূনে খফিফা যুক্ত হয়। এই নুনে খফিফা এবং নুনে ছাকিলাগ এর যে নিয়মাবলি লামে তাকিদ বানুনে তাকিদ ছাকিলাহ ওয়া খফিফা দারফেল মুসতাকবেল” এখানেও সেসব নিয়ম সমভাবে প্রয়োগ হবে । ]
আমর হাজের মাজহূল বানুনে ছাকিলাহ - ৬৯ লিতুফআলান্না
আমর গায়েব মারুফ বানুনে ছাকিলাহ - ৭০ লিইয়াফআলান্না
আমর গায়েব মাজহূল বানূনে ছাকিলাহ - ৭০ লিইউফআলান্না
আমর মুতাকাল্লিম মারুফ বানূনে ছাকিলাহ - ৭১ লিআফআলান্না
আমরে মুতাকাল্লিম মাজহূল বানুনে ছাকিলাহ - ৭১ লিউফআলান্না
আমর বানূনে খফিফা - ৭১
Principle: [ফেলে আমর বানুনে ছাকিলাহ এর যে পরিচয় ও গঠনপ্রণালী ইতোপূর্বে আলোচনা করা হয়েছে এখানেও একই হুবহু কাজ করবে । তবে পার্থক্য হলো যে, ৬ টি সীগাতে নুনে ছাকিলা , তবে পার্থক্য হলো যে ৬টি সীগাতে নুনে ছাকিলা এর পূর্বে ”আলিফ” আসে সে ৬ টি সীগাতে ২টি সাকিন একত্র হওয়ায় উচ্চারণের অসুবিধা কারণে ”নুনে খফিফা” ব্যবহিত হয় না । বাকিগুলো ”নুনে ছাকিলাহ এর সীগার মতোই হবে । ]
আমর হাজের মারুফ বানুনে খফিফা - ৭২ ইফআলান
আমর হাজের মাজহুল বানুনে খফিফা - ৭২ লিতুফআলান
আমর গায়েব মারুফ বানুনে খফিফা - ৭২ লিইয়াফআরান
আমর গায়েব মাজহুল বানুনে খফিফা - ৭৩ লিইফআলান
আমর মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা - ৭৩ লিআফআলান
আমর মুতাকাল্লিম মাজহূল বানুনে খফিফা - ৭৩ লিউফআলান
ফেলে নাহি
ফেলে নাহি এর আলোচনা - ৭৫
Principle: ফেলে মুজারে থেকেই ফেলে নাহি গঠিত হয় । ইছবাত ফেলে মুজারে এর শুরুতে একটি ”লাএ নাহি”( নিষেধাজ্ঞাসূচক ”লা” ) যোগ করতে হবে , এই লাএ নাহি টা ”লাম” এর মতো ৫ টি সিগাহ এর শেষে জযম দিবে , যদি শেষ অক্ষরে হরফে ইল্লত না থাকে । সীগাহ পাচটি হলো :-
১.ওয়াহেদ মুজাক্কার গায়েব ।
২.ওয়াহেদ মুয়ান্নাস গায়েব ।
৩.ওয়াহেদ মুজাক্কার হাজের ।
৪.ওয়াহেদ মুতাকাল্লিম ।
৫.জমআ মুতাকাল্লিম ।
নাহি হাজের মারুফ - ৭৫
নাহি হাজের মাজহুল - ৭৬
নাহি গায়েব মারুফ - ৭৬
নাহি গায়েব মাজহূল - ৭৭
নাহি মুতাকাল্লিম মারুফ - ৭৭
নাহি মুতাকাল্লিম মাজহুল - ৭৭
নাহি হাজের মারুফ বানুনে ছাকিলাহ - ৭৮
Principle: [ উল্লেখ্য করা যে , ”নাহি মা’রুফ বানুনে ছাকিল ও খফিফা”এবং নাহি মাজহুল বানুনে ছাকিলাহ ও খফিফা”এর গঠনপ্রণালী পূর্ববর্তী ফেলে আমর বানুনে ছাকিলাহ ও খফিফা এর মতই । ]
নাহি হাজের মাজহুল বানুনে ছাকিলাহ - ৭৮
নাহি গায়েব মারুফ বানুনে ছাকিলাহ - ৭৯
নাহি গায়েব মাজহুল বানুনে ছাকিলাহ - ৭৯
নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে ছাকিল্লাহ - ৭৯
নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে ছাকিলাহ - ৮০
নাহি হাজের মারুফ বানুনে খফিফা - ৮০
নাহি হাজের মাজহুল বানুনে খফিফা - ৮০
নাহি গায়েব মারুফ বানুনে খফিফা - ৮১
নাহি গায়েব মাজহুল বানুনে খফিফা - ৮১
নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা - ৮১
নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে খফিফা - ৮২
ইসমে মুসতাক
ইসমে মুসতাক এর আলোচনা - ৮৩
১.ইসমে ফায়েল (কর্তৃবাচক বিশেষ্য) - ৮৩
২.ইসমে মাফউল (কর্মবাচক বিশেষ্য) -
৩.ইসমে জরফ (স্থান বা কালবাচক বিশেষ্য)
৪.ইসমে আ’লা(যন্ত্র বা উপকরণবাচক বিশেষ্য)
৫.ইসমে তাফজিল (তুলনাবাচক অধিক্য অর্থ জ্ঞাপক বিশেষ্য )
৬.ইসমে মুশাব্বাহাহ ( স্থায়ী গুনবাচক বিশেষ্য )
৭.ইসমে ফায়েল মুবালিগাহ ( আধিক্য গুনবাচক বিশেষ্য )
১. ইসমে ফায়েল এর আলোচনা: ৮৩
Principle: [ ইসমে ফায়েল এর দুইটা নিয়ম আছে যেটি ৮৩ পৃষ্ঠায় আছে । ]
২. ইসমে মাফউল এর আলোচনা: ৮৪
Principle: [ ইসমে মাফউল এর দুইটা নিয়ম আছে যেটি ৮৪ পৃষ্ঠায় আছে । ]
৩. ইসমে জরফ এর আলোচনা: ৮৫
Principle: [ ইসমে জরফ এর গঠনপ্রণালীটি ৮৫ পৃষ্ঠায় আছে ]
১.জরফে জমান ( সংঘটিত হওয়ার সময় )
২.জরফে মাকান ( সংঘটিত হওয়ার স্থান )
৪.ইসমে আলা: ৮৬
Principle: [ ইসমে জরফ এর গঠনপ্রণালীটি ৮৫ পৃষ্ঠায় আছে ]
৫.ইসমে তাফজিল - ৮৬
Principle: [ ইসমে তাফজিল এর গঠনপ্রণালীটি ৮৫ পৃষ্ঠায় আছে ]
মুজাক্কার ও মুয়ান্নাস এর গঠন পদ্ধতি - ৮৭
এক নজরে মীযান দেখুন - ৮৮
মুনশায়িব
গ্রন্থ পরিচিতি - ৮৯
মুনশায়িব এর আলোচনা - ৮৯
ওজন এর পরিচয় - ৮৯
মাওজুন ও মাওজুন বিহি - ৮৯
সরফে ছগির ও সরফে এর পরিচয় - ৮৯
আফআলে মুতাসররেফা ওআসমা’ই মুতামাক্কিনা - ৯০
রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ’ইসম’ মূল অক্ষর হিসেবে প্রকারভেদ । যথা:
১. ছুলাছি ( যার মাজি তে মূল অক্ষর তিনটি )
ধ. ছুলাছি মুজাররদ ।
র. সাজ
রর. মুত্তারিদ
ন. ছুলাছি মাজিদ ফিহি
র. মুলহাক বিরুবায়ি ।
১. মুলহাক বিরুবায়ি মজিদ ফিহি ।
২. মুলহাক বিরুবায়ি মুজাররদ ।
রর. গায়রে মুলহাক বিরুবায়ি ।
২. রুবায়ি ( যার মাজি তে মূল অক্ষর চারটি ) ।
ধ. রূবায়ি মাজিদ ফিহি
ন. রূবায়ি মুজাররদ
ছুলাছি রূবায়ি আলোচনা - ৯০
১. মুজাররদ এর পরিচয় – ৯০
ধ. মুত্তারিদ ।
ন. সাজ ।
২. মাজিদ ফিহি এর পরিচয় - ৯০
বাবের হিসাব : ৯১
সুলাসি মুজাররদ মুত্তারিদ এর বাবসমূহের ছক - ৯১
এর পাচ বাব:
১. নাছারা - ইয়াংছুরু
২. দরাবা - ইয়াদরিবু
৩. সামিয়া - ইয়াসমায়ু
৪. ফাতাহা - ইয়াফতুহু
৫. কারুমা - ইয়াকরুমু
এই বাব থেকে অধিব ব্যবহার যোগ্য কয়েকটি মাছদার - ৯৩
বাব ১ : নাছারা - ইয়াংছুরু - ৯২
বাব ২ : দরাবা - ইয়াদরিবু - ৯৪
বাব ৩ : সামিয়া-ইয়াসমায়ু - ৯৬
বাব ৪ : ফাতাহা-ইয়াফতাহু - ৯৮
বাব ৫ : কারুমা-ইয়াকরামু - ১০০
ছুলাছি মুজাররদ সাজ এর বাব সমূহ : ১০১
এর বাব সমূহ:
১. হাসিবা - ইয়াহসাবু এর বাব সমূহ - ১০২
২. ফাদিলা - ইয়াফদলু এর বাব সমূহ - ১০৩
৩. কাআদা - ইয়াকাদায়ূ এর বাব সমূহ - ১০৫
তা’লিল (ব্যাখ্যা) :- ১০৬
সুলাছি মাজিদ ফিহি এর বাব এর আলোচনা : ১০৮
মাজি মা’রুফ , মাজি মাজহূল এর গঠন প্রণালী - ১০৮
মুজারে মা’রুফ এর গঠন প্রণালী - ১০৮
সুলাছি মাজিদ ফিহি এর প্রকারভেদ :- ১০৯
১. সুলাছি মাজিদ ফিহি মুতলাক বিরুবায়ি
২. সুলাছি মাজিদ ফিহি গায়রু মুহলাক বিরুবায়ি
মুহলাক বিরুবায়ি আলোচনা - ১১০
গায়রু মুহলাক বিরুবায়ি আলোচনা - ১১০
আবওয়াব ছুলাছি মাজিদ ফিহি মায়া হামজাতিল ওছল - ১১০
আলহামজাতুল ওছল এর আলোচনা - ১১০
১. ইফআল এর বাব - ১১১
২. ইসতিফআল এর বাব - ১১৩
৩. ইনফিআল এর বাব - ১১৪
৪. ইফইলাল এর বাব - ১১৫
৫. ইফ’ই’লাল এর বাব - ১১৬
৬. ইফ’ই’আল এর বাব - ১১৭
৭. ইফইওয়াল এর বাব - ১১৮
৮. ইফফায়ুল এর বাব - ১১৯
৯. ইফফায়য়ূল এর বাব - ১২০
আবওয়াব ছুলাছি মাজিদ ফিহি বিগায়র হামজাতুল ওয়াছল - ১১০
১. ইফআল - ১২২
২. তাফ’ঈঈ’ল - ১২৪
৩. তাফায়্যূল - ১২৬
৪. মুফাআলাহ - ১২৮
৫. তাফায়ূল - ১৩০
হামজাহ এর আলোচনা - ১২৩
১. হামজাহ ওয়াছলিয়াহ এর আলোচনা - ১২৩
২. হামজায় কতইয়্যাহ এর আলোচনা - ১২৩
৩. হামজায় আছলিয়্যাহ এর আলোচনা - ১২৩
রূবায়ি এর আলোচনা - ১৩২
১. মুজাররদ
২. মাজিদ ফিহি
আবওয়াবু রূবায়িই মুজাররদ মাজিদ ফিইহি - ১৩২
রূবায়ি মুজাররদ এর বাব একটি , ফা’লালা - ১৩২
রূবায়ি মাজিদ ফিইহি এর আলোচনা - ১৩৪
১. বিগায়রি হামজাতিল ওয়াসল
২. মাআ হামজাতিল ওয়াসল
রূবায়ি মাজিদ ফিহি বিগায়রি হামজাতিল ওয়াসল - ১৩৪
রূবায়ি মাজিদ ফিহি বাহামজাতিল ওয়াসল - ১৩৫
১. ইফইনলালুন ।
২. ইফইল লালুন।
সুলাছি মাজিদ ফিইহি মুলহাক্ব বিরূবায়ি - ১৩৭
১. মাহলাক্ব বিরূবায়ি মুজাররদ
২. মুহলাক্ব বিরূবায়ি মাজিদ ফিহি
সুলাছি মাজিদ ফিইহি মুলহাক্ব বিরূবায়ি এর বাব - ১৩৭
১. ফা’লালাহ
২. ফা’নালাহ
৩. ফাওলাতুন
৪. ফা’ওয়ালাতুন
৫. ফায়য়ালাতুন
৬. ফা’য়ায়লাতুন
৭. ফা’লাতুন
বাবে ফা’আলাতুন থেকে ব্যাবহিত কয়েকটি বিশেষ ছিগাহ : ১৪৫
সুলাছি মাজিদ ফিইহি মুলহাক্ব বিরুবায়ি মাজিদ ফিইহি এর আলোচনা ও প্রকারভেদ - ১৪৬
১. ছুলাছি মাজিদ ফিহি মুলহাক্ব ( বিহ তাদাহরজা ) বিরুবায়ি , মাহিদ ফিহি বিগায়রি হামজাতিল ওয়াছল - এর বাব
বাব সমূহ:
১. তাফা’লুল
২. তাফা’নুল
৩. তামাফউল
৪. তাফা’লুতুন
৫. তাফাও’য়ূ’লুন
৬. তাফাওয়্যূল
৭. তাফায়য়্যূল
৮. তাফা’ইল
২. ছুলাছি মাজিদ ফিইহি মুুলহাক্ব (বিহি ইহরানজামা) বিরুবায়ি , মাজিদ ফিইহি মাআ ফিইহি হামজাতিল ওয়াছল ১৫১
১. ইফইনলালুন ।
২. ইফইনলাউন ।
Avwgb Bqv ieŸvj Avjvwgb |
0 Comments