বিসমিল্লাহির রাহমানির রাহিম
অন্ধং তম: প্রবিশন্তি যেহসংভূতিমুপাসতে । ততো ভূয় ইব তে তমো য উ সম্ভূত্যাং রতা:
যারা অবিদ্যা কাম্য কর্মের বীজস্বরূপ প্রকৃতির উপাসনা করে , তারা অন্ধকার সংসারে প্রবেশ করে , আর যারা কার্যব্রহ্মে আসক্ত হয় , তারা তা থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করে ।
যযুর্বেদ - সংহিতা : ৪০শ অধ্যায় , ৮ নং স্লগ , ৪০/৮ - হরফ প্রকাশনি ২৫৭ পৃষ্ঠা
এর মুখ ব্রাহ্মণ হল , দু বাহু রাজন্য হল , যা উরু ছিল তা বৈশ্য হল , দু চরণ হতে শুদ্র হল , মন হতে চন্দ্র হলেন , চক্ষু হতে সূর্য , মুখ হতে ইন্দ্র ও অগ্নি , প্রাণ হতে বায়ু , নাভি হতে আকাশ মস্তক হতে স্বর্গ , দু চরণ হতে ভূমি , কর্ণ হতে দিক ও ভুবন সকল নিমার্ণ করা হল ।
রিগবেদ - সংহিতা : ১০ নং মন্ডল , ১১-১২ স্লগ , ১০/১১-১২ , হরফ প্রকাশনি
জলের ভিতরে সকল ঔষধ আছে..
জলের ভিতর অমৃত আছে জল ঔষধ আছে , সে জলের প্রশংসায় উতসাহী হও , সোমা আমাকে বলেছেন জলের মদ্ধ্যে সকল ঔষধি আছে এবং জগতের সুখাকর অগ্নি আছে এবং সকল প্রকার ভেষজ আছে ।
রিগবেদ - সংহিতা : ১ নং মন্ডল , ২৩ নং শুক্ত , ২০ নং স্লগ ,১/২৩/২০ , হরফ প্রকাশনি
স্বামী মারা গেলে দেবরকে মেয়েটি দান করতে হবে ....
কন্যাকে বিবাহ করবার জন্য তার অভিভাবককে শুল্ক দেওয়া পর যদি সেই ভাবী বরটি মারা যায় , তা হলে কন্যা যদি অনুমোদন করে , তবে সেই ব্যাক্তির ভ্রাতাকে ঐ কন্যাটি দান করতে হবে ।
মনুসংহিতা - সদেশ পাবলিকেশন , ৪০৪ পৃষ্ঠা , অধ্যায় - ৯ , ৯৭ নং স্লগ
মেয়ের সাথে তার দেবর সেক্স বৈধ....
সন্তনের পরিক্ষয়ে , মানে ,সন্তান জন্ম না হওয়ায় বা সন্তান - জন্মানোর পর তার মৃ্ত্যূ হওয়ায় বা কন্যার জন্ম হ’লে তাকে পুত্রিকারূপে গ্রহণ না করায় নারী শ্বশুর - শাশুড়ী - পতি প্রভৃতি গুরুজনদের দ্বারা সম্যাক্ভাবে নিযুক্ত হ’য়ে দেবর (মানে স্বামীর জৈষ্ঠ বা কনিষ্ট ভ্রাতা ) মানে সপিন্ডের(স্বামীর বংশের কোনও পুরুষের) সাহায্যে অভিলষিত সন্তান লাভ করবে ।
মনুসংহিতা - সদেশ পাবলিকেশন , ৩৯২ পৃষ্ঠা , অধ্যায় - ৯ , ৫৯ - নং স্লগ
মেয়ে কক্ষনোও স্বামী তালাক দিয়ে আরেকটি বিয়ে করতে পারবেনা.....
দান , বিক্রয় , বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সম্বন্ধচ্যূত হ’তে পারে না । {ব্যক্ষা নিচে দেওয়া ছিল : অন্যের স্ত্রী যদি সে স্বামী ত্যাগ করে তবুও , সে আরেকজনের স্ত্রী হতে পারবেনা । }
মনুসংহিতা - সদেশ পাবলিকেশন , ৩৮৮ পৃষ্ঠা , অধ্যায় - ৯ , ৪৬ - নং স্লগ

0 Comments