বিসমিল্লাহির রাহমানির রাহিম




1. Logic Of Murder:

A.

কোন হিন্দু যদি অভিযোগ করে থাকে  বনু কোরাইজা নিয়ে , তাহলে তাদেরকে তাদের ধর্ম

 থেকেই আমাদের ধরিয়ে দেওয়া উচিত , তাদের ধর্মগ্রন্থ বলছে 


”তু বেদ নিন্দুক কো কাট ডাল , চির ডাল ফাড় ডাল , জ্বালা দে , ফুক দে , ভাষ্ম কার দে 

প্রমান: বেদ কান্ড ১২ সুক্ত ৫, মন্ত্র ৬২, আর্যদের অনুবাদ

যার অর্থ: বেদের নিন্দা কারীকে কেটে ফেলেতে হবে , চিরে ফেরতে হবে , ফেটে ফেলতে হবে , জালিয়ে দিতে হবে , ফুক দিতে হবে ভাষ্ম করে দিতে হবে ।


সেহেতু , আমি মনে করি , তাদের আগে নিজের ধর্ম কে খন্ডন করে তারপর আমার ধর্ম নিয়ে কথা বলা উচিত । তার ধর্মের লজিক বলছে , বেদ নিন্দুক , যে বেদ কে ভালোবাসেনা , তাকে সাইজ করতে হবে ।

অনুরূপ ভাবে নবী সা: ও ইসলাম বিদ্বেশীদের সাইজ করেছেন , এতে খারাপ কোথায় ?

B. Logic Of No Good No Bad , Mao Setung And Tataris Issue

এবার আসুন , যদি কোন নাস্তিক , এটি নিয়ে কথা বলতে আসলেই , তাকে দেখানো উচিত , নাস্তিক্যবাদে খারাপ ভালো বলতে কিচ্ছু নেই ।(যেটা আগেই বলা হয়েছে রিচার্ড  ডকিংস এর উক্তি)

আর  এছাড়াও মুহাম্মাদ সা: কে সমলোচনা করারা আগে তাদের উচিত , মাওসেতুং কে সমলোচনা করা । এটা খুবই গুরুত্বপূর্ণ ।

এরপরে তাদের উচিত , তাতারীদের ইতিহাস জানা , তাতারীরা কিভাবে মানুষ মেরেছিল । সেগুলো নিয়ে কথা বলা শুধুমাত্র , ইসলাম নিয়ে কথা বলায় প্রমাণিত হয় , তারা উদ্দেশ্যপ্রণীত ভাবে কাজ করছে ।


2.Logic Of Judiciary


ইসলামবিদ্বেশীরা , এও বলে থাকে , যে , বনু কোরাইজা কে নাকি হত্যা করা হয়েছে , নির্বিচারে ।

তাদেরকে , কোন বিচারপ্রক্রিয়ায় সুযোগ দেয়া হয় নি ।

    A.Logic For India And China (current situation)

আমার প্রশ্ন , নির্বিচারে মানুষ মারা যেহেতু অপরাধ , তাহলে , বর্তমানে উইঘুরের মুসলিমদের নির্যাতন হচ্ছে , এটার বিচার প্রক্রিয়া কোথায় হচ্ছে ? ধরেই নিলাম রাসুল সা: নির্বিচারে মানুষ মেরেছে  । কিন্তু যেটা হয়ে গেছে সেটার চাইতেও যেটা হচ্ছে সেটা থামানো জরুরী ।

তারা চিনের উইঘুর নিয়ে কথা বলেনা । সেখানেও তো নির্বিচারে মানুষ মারা হচ্ছে ।

এরপরে , 

হিন্দুদের কথা যদি বলি , ভারতে নির্বিচারে মুসলিমদের পেটানো হচ্ছে । গরু খাইলে , তাদের হত্যা করা হচ্ছে এর হাজার হাজার ভিডিওক্লিপ আমরা দেখতে পাচ্ছি সোস্যাল প্লাটফর্মে  ।

সুতরাং , এখানেও তো নির্বিচারে মানুষ মারা হচ্ছে । কোথায় ? মুক্তমণারা ? সব গুলো ঘুমোচ্ছে ।

সুতরাং , এটা Logically Invalid , যে , নির্বিচারে মানুষ মারার কারণে তাদের হত্যা করার জন্যই ইসলামবিদ্বেশীরা উঠে পরে লেগেছে ।


আর মুহাম্মাদ সা: বনু কোরাইজা কে , বিনা কারণে নির্বিচারে হত্যা করেননি সামনে তা তুলে ধরা হবে ইংশাআল্লাহ ।

    B.Logic Of Present Or, Future

ইসলামবিদ্বেশী দের কাছে প্রশ্ন , যেটা আজ থেকে ১৪০০ বছর আগে হয়ে গেছে সেটা নিয়ে বেশি কথা বলা উচিত , নাকি , যেটা বর্তমানে হচ্ছে সেটা নিয়ে কথা বলবেন ?


3. Logic Of grace:

A.Muhammad Sa. Given Them Chance

তারা আরেকটি কথা বলে , যে ,মুহাম্মাদ সা: তাদের চাইলেই ক্ষমা করতে পারতো ।
আমি বলব , ভাই , মুহাম্মাদ সা: তাদের ক্ষমা করার সুযোগ দিয়েছিলেন . কিন্তু তারা ক্ষমা চায় নি । 

তারা মিত্যূকেই বেছে নিয়েছে ।

B.Banu Quraiza And Murder

এরপরে , আবারোও , দেখা যায় , বিশ্ব নবী সা: যদি কোন পদক্ষেপ না দিতো , মুসলমানরা যদি যুদ্ধে হেরে যেত

, তাহলে ইহুদিগণ কিন্তু , মুসলমানদের অবশ্যই হত্যা করতেন , যেভাবে সাদ রা: তাওরাতের বিধান

অনুযায়ী বিচার করেছেন , এই বিধান সমপর্কে সামনে আলোচনা করা হবে ।

নাস্তিকদের যুক্তি অনুযায়ী , মুসলমানরা মরে যাওয়া ভালো , কিন্তু বনু কোরায়যাকে কেন মারলো ?