বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামুয়ালাইকুম , বন্ধুগন , আজকে আমি উপস্থাপনা করতে যাচ্ছি , নাস্তিকদের একটি খুবই সাধারন অভিযোগ তারা বনু কোরাইজা নিয়ে করে থাকে ।
বনু কোরাইজার শাস্তি সমপর্কে , তারা যেটা বলে থাকে , যে বনু কোরাইজার শাস্তি নাকি অমানবিক ছিল ।

তো , আমি আজকে তাদের সমস্ত অভিযোগের জবাব একটা একটা করে দেওয়া চেষ্টা করবো । ইংশাআল্লাহ ।


আমরা আগেই জানি , হত্যা , কারোও ভালো লাগা করোও খারাপ লাগা এইগুলো নিয়ে নাস্তিক্যবাদ কথা বলতে পারেনা , কারণ তাদের নিজস্ব কোন Standart নেই । তারা নির্দিষ্ট কোন Principle , Morality , Law কে ফলো করে চলতে পারেনা ।

তাহলে , তাদের ভুল ধরার এদিক থেকে কোন সুযোগ আছে বলে আমি মনে করিনা ।

প্রথমে আসুন কিছু Logic দেখে আসি ।

যুক্তি

১. বনু কোরায়জা কে নির্বিচারে হত্যা করা হয়েছে 

২. নবী সা: বনু কোরায়জা কে নাকি তিনটি সুযোগ দিয়েছিল না মানার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে 

৩. বনু কোরায়জা কে নাকি , সমস্ত মানুষদের হত্যা করা হয়েছিল

৪. বনু কোরায়জা মুসলমানদের কে মারত না - নাস্তিকদের যুক্তি খন্ডন

৫. বনু কোরায়জার সাথে নাকি কোন সন্ধি ছিল না মুসলিম দের ?

৬.নবী সা: নাকি কারোও থেকে শুনেই বনু কুরাইজা বাসীদের হত্যা করেছে ?

৭.বনু কুরাইজা নাকি কোন চুক্তিই করেনি ?

৮. বনু কোরায়জার যুদ্ধে যারা আসতে চায় নি তাদেরকেও নাকি মারা হয়েছে