বিসমিল্লাহির রাহমানির রাহিম
বনু কোরায়জা কে নির্বিচারে হত্যা করা হয়েছে , এটা কোন ইসলাম বিদ্বেশী প্রমান করতে পারবে না ।
বনু কোরায়জার পুরো ইতিহাস টা আপনারা সিরাত গ্রন্থ থেকে আগে পরে নিবেন । এরপর , আশা করি , আপনারা নিজেরাই বুঝতে পারবেন ।
বনু কোরায়জাকে যখন , তাদেরকে ঘেড়াও করা হলো , তখন , তাদের বিচারের ভার দেয়া হয় সাদ ইবন মুয়াজ রা: কে ।
যখন , সাদ রা: তাওরাতের বিধান অনুযায়ী ফয়সালা করলেন , তাদের মিত্যূদন্ড দেয়া হবে । তারা এটাই মেনে নিলো । তারা ক্ষমা চায় নি ।
প্রথমে দেখে নেই সাদ ইবন মুয়াজ রা: এর ফয়সালা কিভাবে আসলো ।
নিচের স্ক্রীনশর্ট টি দেখুন , এখানে পরিষ্কার ভাবে বলা আছে , আওস গোত্রের লোকজন তারা বনু কোরাইজার মিত্র ছিল । তাই তারা ছুটে আসে । এবং বিশ্বনবী সা: কে তাড়া বনু কোরাইজার বিষয় নিয়ে কথা বলেন । আর সেখানেই নবী সা: তাদেরকে বলেন , তোমাদের গো্ত্রের একজন যদি বনু কোরাইজার সিদ্ধান্ত দেয় তাহলে তোমরা খুশি হবে ?
জবাবে তারা বলে : হ্যা অবশ্যই ।
এরপর , নবী সা: সাদ ইবন মুয়ায কে যুদ্ধের ফয়সালা প্রদান করেন ।
0 Comments