এই অভিযোগ টি নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা ।

বিশ্ব নবী সা: একটি বিচার প্রক্রিয়ার মাদ্ধ্যমেই  এই বিচারটি , করেছিলেন , সেটার প্রমান আগের আর্টিকেলে দেয়া হয়েছে ।

নবী সা: নাকি বনু কোরায়জা কে তিনটি অপশন দিয়েছিলেন , 

একটি , নিজেরা নিজেদের সন্তান কে হত্যা করে নিজেরা যুদ্ধে চলে এসো 

আরেকটি একটি ইসলাম গ্রহণ করতে হবে ।

আরেকটি হলো , সাদ ইবন মুয়াজ রা: এর রায় মেনে নিতে হবে ।

এই অভিযোগ করেছে , মুফতি নামধারী একজন নাস্তিক , মুফতি আব্দুল্লাহ আল মামুন নামে পরিচিত এক ব্যক্তি । যার ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভে ।

ভিডিওটির লিংক

আসুন দেখে নেই এই দাবী কে করেছিল , আর মুফতি মাসুদ কার উপরে চাপাচ্ছে ।


প্রমাণ: আর রাহীকুল মাখতুম  , তাওহিদ পাবলিকেশন্স , পৃষ্ঠা: ৩৫৭ পৃষ্ঠা


তাহলে এর কি জবাব দিবে মুফতি মাসুদ ? এই সিদ্ধান্ত তো মুহাম্মাদ সা: এর ছিল না , এব কাব বিন আসাদের ছিল । বনু কোরাইযার সর্দার যিনি ছিলেন ।