বিসমিল্লাহির রাহমানির রাহীম


মুসলিম বিজয়ের প্রক্কালে ভারতের অবস্থা

মুসলমানরা ভারতে আসার আগে ভারতের অবস্থা - ১৯

    রাজনৈতিক অবস্থা - ১৯

    রাজা হর্ষবর্দ্ধন মিত্যূ - ১৯

    রাজপুতের যুগ প্রসঙ্গ - ১৯

    রাজপুত গোষ্টীগণ হিন্দু ছিলেন না , কিন্তু তাদেরকে হিন্দু গণ্য করা হয় - ১৯

    এসময় কিছু নতুন রাষ্ট্রপুন্জের তৈরি হয় নিম্নরূপ:

        ১. হিমালয়ের রাজ্যসমূহ - ১৯

                ভারতের সীমান্তে চীন - ১৯

                তিব্বত - ১৯

                নেপাল (সম্রাট অশোকের ক্ষমতায় ছিল)
                কাশ্মীর (কাশ্মিরে হিন্দু শাষকগণ অত্যাচার করতেন , চতুর্দশ শতকে অধিকাংশ লোক ইসলাম গ্রহন করে - ১৯
                আসাম - ১৯

        

        ২. মূল দক্ষিণাত্ব এবং মহীশূর - ২০

                চালুক্য বংশ - ২১


        ৩. সুদূর দক্ষিণাবর্ত এবং

               পল্লভ বংশ - ২১

        ৪. সমতলভূমির উত্তর ও পশ্চিম রাষ্ট্রসমূহ । - ২১

            হর্ষবর্দ্ধনের মিত্যূর পর মুসলিম বিজয় পর্যন্ত এখানে আর কোন আক্রমণ হয় নি - ২১

                হিন্দুরা সব সময় নিজেদের মদ্ধ্যে যুদ্ধ বিগ্রহে থাকত - ২১

                    গুজরা - পরিহারা রাজ্য - ২১

                    কনৌজ - ২১

                    বাংলাদেশ - ২২

                            আদিসুর রাজা

                            গোপাল এর পুত্র ধর্মপাল পাল বংশ স্থাপন করেন - ২২

                            মহীপাল রাজা - ২২

                            ইখতিয়ার উদ্দিন মোহম্মাদ বিন বখতিয়ার খিলজি - ২২

অর্থনৈতিক ব্যবস্থা - ২২

     সমতলভুমির উত্তরান্চলের লোকেরা অনেক ভালো , তাদের জন্য বিচার করতে হত না , - ঐতিহাসিক ফা হিয়েন ।


সামাজিক অবস্থা - ২২             

        ভারতে হিন্দুরা নিম্নস্তরের লোকদের কে ভিষণভাবে ক্ষতিগ্রস্থ করত - ২২

        বল্লাল সেন বাংলায় বর্ণনীতি তৈরি করে , ব্রাম্মণ , বৈদ্য , কায়স্থদের কুলিন প্রথা ও বাকিদের নীচ জাতের বলে চিন্হিত করা য়- ২৩

        ব্রাম্মন্যবাদের কারণে , সতীদাহ প্রথা , বাল্যবিবাহ , পুনরায় বিবাহ নিষেধ , মুর্তিপূজা চালু ছিল - ২৩

        ব্রাম্মনের সুযোগ সুবিধা যেমন ছিল - ২৩



ভারতের মুসলমানদের আগমন - ২৫

ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন হয় ক্রমাগত কিছু আক্রমনের মাধ্যমে তা হল:- ২৫

    ১. আরবগণ কর্তৃক মদিনা ও দামেস্ক হইতে পরিচালিত আক্রমণ 

    ২. আফগানিস্তানের গজনী  হইতে পরিচালিত আক্রমণ এবং

    ৩. ঘোর হইতে পরিচালিত আক্রমণ ।


মুসলিম আক্রমণের প্রথম স্তর - ২৫

    আরবদের সিন্ধু বিজয় - ২৫

        ওমর রা: (৬৩৭ খ্রিষ্টাব্দে) সৈন্য মুম্বাই এর নিকটবর্তী থানা নামক স্থানে প্রেরণ করা হয় - ২৫

        মুসলমানরা বেলুচিস্তানের মাকরান জয় করেন - ২৫

    উমাইয়া খলিফাদের আক্রমণ - ২৫

            সিন্ধু অভিযানের কারণ - ২৫

                ১. হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কিছুলোক রাজা দাহীরের নিকট আশ্রয় গ্রহণ করে ব্রিদ্রোহী সিমানা পার করে ।

                ২. হাজ্জা বিন ইউসুফ ছিলেন রাজ্য বিস্তার কারী

                ৩. আরব ব্যবসায়ী মিত্যূবরণে , আরব যুবক মুহাম্মাদ বিন কাশেমকে পাঠানো হয় ।

                মুহাম্মাদ বিন কাশেম এর অভিযান - ২৬

                        ৭১২ খ্রি: ৬০০০ সিরীয় ও ইরাকী সৈন্য মাকরান ইয়া দেবল পৌছেন এবং সেখানে অবরোধ করেন - ২৬

                               দেবল আক্রমণের কারণ সমূহ - ২৬

                                মন্দিরের লাল পতাকা দৃঢ় বিশ্বাস - ২৬

                                মুহাম্মাদ বিন কাসিম সন্ধি রক্ষা করেন - ২৬

                         নীরনের নগদ্বারে বৌদ্ধরা সন্ধিপত্র দেখায় এবং তাদের ছেড়ে দেয়া হয় - ২৬

                         শেহওয়ান নগরীতে সময় আর্তসমর্পণ করে কোন যুদ্ধ ছাড়াই - ২৬

                         রাজা দাহীর ৫০০০০ অশ্বরোহী যৌদ্ধা অবস্থান করায় - ২৬

                         রাওয়ারের দুর্গ বিজয় হয় - ২৬

                     হায়দ্রাবাদ হইতে ৪৫ মাইলের ব্যবধানে ব্রাম্মণবাদের অবস্থান ছিল - ২৬

                    রাজা দাহির তার পুত্রকে ক্ষমতায় বসিয়ে পলায়ন করে - ২৬

                    সবাই আর্তসমর্পণ করেন - ২৬

           আরবদের সফলতার মূল কারণ - ২৭

                    আরবরা সেসময় বিশ্বের উচ্চ সেনাবাহীনি ছিল - ২৭

                    রাজি দাহিরের সৈন্যদল ছিল অত্যন্ত নিম্ন মানের - ২৭

                    রাজা দাহিরের পারিবারিক গোলমাল ও কুশাসন ছিল - ২৭

                    বিজাতীয় লোকদের প্রতি মুহাম্মাদ বিন কাশেমের আচরণ:-

                        দেবল নগরীতে অযথা রক্তপাত মোহাম্মাদ বিন কাসেম করেন নাই - ২৭

                        হিন্দুরা তাদের পুর্বপদে বহালই থাকে , তাদের বহিস্কার করা হয় নি - ২৭

                        হাজ্জাজ বিন ইউসুফ এর আদেশ অনুযায়ী মুহাম্মাদ বিন কাসেম অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন - ২৭

                        অমুসলিমদের প্রতি জিজিয়া কর ছাড়া অন্য কোন নূতন ধার্য করা হয় না - ২৭

মুহাম্মাদ বিন কাশিমের মৃত্যূ - ২৮

        মুহাম্মাদ বিন কাশিরে প্রতি রাজা দাহিরের কণ্যাদ্বয় মিথ্যা অপবাদ দেন - ২৮

        মুহাম্মাদ বিন কাশিমের মিত্যূ এবং রাজা দাহিরের কণ্যাদের শাস্তি প্রদান - ২৮

সিন্ধুতে আরব শক্তির পতন - ২৮

        মুহাম্মাদ বিন কাশিরে মিত্যূর পর জুনায়েদ শাসনকর্তা হন - ২৮

আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল - ২৮

        ভারতের লোকদিগকে ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক উন্নয়নে সুযোগ পায় - ২৮

        সিন্ধুজনগণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন - ২৮

        মুলতান ক্রমশ আন্ত্রজার্তিক নগরে পরিণত হয় - ২৮

              মুলতানে ব্যবসা ও সংস্কৃতির বৃহত্তর কেন্দ্র হয়ে দাড়ায় - ২৮

               অমুসলিমদের বই গুলো আরবীতে অনুবাদের সুযোগ সুবিধা দেয়া হয় - ২৮

 

তৃতীয় অধ্যায়

মুসলিম আক্রমণের দ্বিতীয় বছর - ৩০

গজনী বংশ (৯৬৩-১১৮৬ খ্রি:) - ৩০

        ক্রীতদাশ আব্দুল মালেক আলপ্তগীন খোরাসানের শাসক হিসেবে নিযুক্ত হন - ৩০

সবুক্তগীন (৯৭৭-৯৯৭ খ্রি:) - ৩০

        আলপ্তগীন মৃত্যূর পর তার পুত্র ও জামাতার মদ্ধ্যে দন্ড - ৩০

        আলপ্তগীনের জামাতা ও সেনাপতিরা সবুক্তগীন গজনী দখল করে - ৩০

        সবুক্তগীন ও কাবুলের রাজা জয়পালের মদ্ধ্যে দন্ড - ৩০

        সবুক্তগীন কান্দাহার জয় করেন - ৩০

        খায়বারে গিরিপথে রাজা জয়পাল আক্রমণ চালায় এবং হেরে যায় - ৩০

        দুই বছর পর আবার যুদ্ধ চালায় এবং পরাজিত হয়ে ক্ষতিপূরণ দিয়ে সন্ধি করেন - ৩১

        সন্ধি ভঙ্গ করায় পাল্টা আক্রমণ চালানো হয় এবং লামঘান সবুক্তগীন দখল করেন - ৩১

        ৯৯১ সালে সন্ধিসুত্রে আবদ্ধ জয়পাল হিন্দু রাজাদের আতাত গঠন করে প্রতিশোধ নেয়ার চেষ্টা চালায় - ৩১

        আতাতের সঙ্গে যোগ দেয় কনৌজের পরিহারা রাজা রাজ্যপাল এবং চন্ডাল রাজত্বের রাজা ঢাঙ্গা - ৩১

        আতাতের পরাজয় এবং পেশোয়ার আটক - ৩১

        সবুক্তগীন ৯৯৭ সনে সবুক্তগীন মৃত্যূমুখে পতিত হন - ৩১

        সবুক্তগীনের পুত্র খোরাসানের শাসনকর্তা নিযুক্ত হওয়ার কারণ - ৩১


        সুলতান মাহমুদ (৯৯৭-১০৩০ খ্রি:)

        সবুক্তগীনের পরে তার পুত্র মাহমুদ ও ইসমাঈলের মদ্ধ্যে একটি প্রতিযোগী হয় - ৩১

        ৯৯৭ সনে গজনীর সিংহাসনে আরোহণ করেন - ৩১

        সামানীয় সুলতানের সাথে যুদ্ধ হয় , এবং সামানীয় তার হাতে আসে - ৩১

        বাগদাদের আব্বাসী খলিফার পক্ষ থেকে স্বাধীনতার সনদ লাভ করেন - ৩১

        সুলতান মাহমুদ কে খলিফা সুলতান উপাধি দান করেন - ৩১

        সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণসমূহ - ৩১

                কারণ নিয়ে ৩টি গোষ্টি মিথ্যাচার করে থাকেন - ৩২

                        রাজনৈতিক প্রসঙ্গ - ৩২

                                ১. রাজা জয়পাল এবং আমীর সবুক্তগীনের মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গ

                                ২. রাজা জয়পালের গজনী আক্রমণ

                                ৩. সুলতানের সহীত সন্ধিতে আবদ্ধ হবার ভারতীয় রাজন্যবর্গ কর্তৃক বিশ্বাসঘাতকতা

                                ৪. সুলতানের পদচ্যুত করিবার জন্য সুলতানের হিন্দু বন্ধুগণ কর্তৃক তাহার শত্রুদিগকে সাহায্য করিবার মাধ্যমে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা ।

                                ৫. শত্রুতাভাপন্না প্রতিবেশীগণ কর্তৃক সুলতানের ভারতীয় হিন্দুদের উপর অত্যাচার

                        অর্থনৈতিক প্রসঙ্গ - ৩২

            মাহমুদের বিরুদ্ধে উথাপিত অভিযোগ খন্ডন - ৩২

                        সুলতান মাহমুদ জোর করে জবরদস্তি করে ইসলাম প্রচার করেছেন এমন কোন প্রমান নেই - ৩৩

                        সুলতান মাহমুদের সময় হিন্দুরা পরিপূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করত - ৩৩

                    পৌত্তলিকতার ধ্বংসসাধন - ৩৩

                            মন্দির ভাঙ্গা হয় অভিযানের সময় ধর্মীয় কারণে নয় - ৩৩

                            এছাড়া সুলতান মাহমুদ কোন মন্দিরে হাত দেন নি - ৩৩

            মুসলিম বিজয়ের আগে ভারত - ম্যাপ - ৩২

        সুলতান মাহমুদের ভারতীয় অভিযানসমূহ:

                    ১০০১ খিষ্টাব্দে ১০ হাজারের সৈণ্য নিয়ে রাজা জয়পালের সাথে যুদ্ধ হয় - ৩৫

                    ওয়ালিহাটান ও হিসার আক্রমণ - ৩৫

                    রাজার সৈন্যরা আত্মহত্যা করে এবং মুসলমানরা বিজয় হয় - ৩৫

                    ১০০৬ খ্রিষ্টাব্দে মুলতানে আক্রমণ চালায় - ৩৫

                        জয়পালের পুত্র আনন্দ পাল বাধা দেয় - ৩৫

                    জয়পালের দৌহিত্র শুকপাল এর ইসলাম ধর্ম গ্রহণ এবং ত্যাগ - ৩৫

                        শুকপালের বিরুদ্ধে অভিযান - ৩৫

                    রাজা আনন্দপাল হিন্দু আতাত গঠন করেন - ৩৫

                    যুদ্ধে ৮ হাজার লোক হত্যা এবং অনেকে পলায়ন - ৩৫

                    ভীমনগরের আক্রমণ - ৩৬

                    ১০১০ খিস্টাব্দে মুলতান জয় - ৩৬

                    ১০১২ খিষ্টাব্দে মাহমুদ থানেশ্বরের দিকে অভিযান - ৩৬

                    ১০১৪ খ্রিষ্টাব্দে নন্দা অভিযান হয় - ৩৬

                    ১০১৬ সনে কাষ্মির অবরোধ করলেও শীতের কারণে অভিযান হয় না - ৩৬

                    ১০১৮ সনে কনৌজে আক্রমণ চালান এবং রাজা আর্তসমর্পণ করেন ফলে বুলন্দশহর আক্রমণ করেন - ৩৬

                    স্থানীয় রাজা হরদত্ত ইসলাম গ্রহণ করেন - ৩৬

                    মথুরা বিজয় - ৩৬

                    হিন্দুরা রাজ্যপালের আর্তসমর্পণ এর কারণে তাকে হত্যা করেন - ৩৬

                    ১০১৯ প্রতিশোধ সরূপ সুলতান মাহমুদ রাজ্য আক্রমণ করেন - ৩৭

                    ১০২১-২২ খিষ্টাব্দে নুর ও কিরাত , কলিঙ্গ , গোয়ালিয়র জয় - ৩৭

                    রাজা নন্দ সুলতান মাহমুদের প্রশংসায় একটি কবিতা লিখে পাঠাইলে মাহমুদ খুশি হয়ে ১৫ টি দুর্গ ছেড়ে দেন - ৩৭

                    লাহোর অভিযান - ৩৭

                    সোমনাথ অভিযান ১০২৩ খিষ্টাব্দে ষোড়শ অভিযান - হিন্দুদের মন্দির ভাঙ্গা - ৩৮

                    ১০২৭ খিষ্টাব্দে জাঠদের বিরুদ্ধে অভিযান - ৩৮

                    ১০৩০ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন - ৩৮

                    মাহমুদের সফলতার কারণ - ৩৯

                    নিরোপেক্ষ বিচার করতেন সুলতান মাহমুদ - ৪০


মুসলিম আক্রমণের তৃতীয় স্তর - ৪২

ঘোরী বংশ (১১৭৫-১২০৬ খ্রি: )

        বাহরাম নামে সুলতানের উত্তরাধীকারী কুতুবুদ্দিন মোহাম্মাদ ও সাঈফুদ্দিন দুইজান ঘোর কে হত্যা করেন - ৪২

        আলাউদ্দিন হোসেন গজনী নগরী আক্রমণ করেন - ৪২

                ভ্রাতা হত্যার প্রতিশোধ নেন তিনি - ৪২

         খসরু শাহ এর পলায়ন - ৪২

         ১০ বছর গজনী ঘুজ্জ তুর্কিমানদের অধিনে থাকে েএরপর ঘোরের কৃর্তক অধিকৃত হয় - ৪২

         মুহাম্মাদ ঘোরী সেই প্রদেশের শাসক হন - ৪২

ঘোরীর আক্রমণ প্রাক্কালে ভারতের অবস্থা - ৪২

            সেসময় রাজপুতগণ ক্ষমতায় - ৪২

            উচু জোতের লোকদের কে নিচু স্তরের লোকদের সাথে মিশতে দেয়া হত না - ৪২

            সুলতান মাহমুদের আক্রমণের পর রাজপুত রাজাদের মদ্ধ্যে সবচােইতে শক্তিশালী ছিলেন বিহারের বৌদ্ধ পাল বংশ এবং বাংলার হিন্দু সেন বংশ - ৪২

            সেসময় বান্দেলখন্ড ছিল চন্ডালের অধীনে - ৪২

            গাহদাভালগণ পরিহারাদের হাত হইতে কনৌজের শাসনক্ষমতা কাড়িয়ে নেয় - ৪২

            দিল্লি ও আজমীর ছিল চৌহানদের হাতে এবং বাঘেলাগণ ছিল গুজরাটে - ৪২

            কনৌজের রাজা জয়চাদের একটি মেয়ে পৃথ্বীরাজ ছিনিয়ে নিয়ে যায় - ৪৩

            জয়চাদ ভারত আক্রমনে মুহাম্মাদ ঘোলীকে আমন্ত্রন জানিয়েছিলেন - ৪৩

ঘোরীর আক্রমণের কারন - ৪৩

মোহাম্মাদ ঘোরীর অভিযান - ৪৩     

        ১১৭৫-৭৬ সনে কারমাথিয়ানদের নিকট হতে মুলতান দখল করা হয় - ৪৩

        পেশোয়ার অধিকার করেন এবং ১১৮২ সনে সমুদ্র উপকূল পর্যন্ত সিন্ধুদেশ তার দখলে আসে - ৪৩

        গজনভীর শেষ সুলতান খসরু মালিক মুহাম্মাদ ঘোরী এর সাথে চুক্তিবদ্ধ হন - ৪৩

        খসরু মালিক শিয়লকোর্ট অবরোধ করে , ঘোরীর লাহোর অভিযান - ৪৩

        ১১৮৬ সনে খসরু মালিক কে গ্রেফতার করা হয় - ৪৩

        সবুক্তগীনের বংশের পরিসমাপ্তি ঘটে - ৪৩

        তারায়েনের প্রথম যুদ্ধ - ৪৩

            ১১৯০-৯১ সনে মুহাম্মাদ ঘোরী পান্জাবের পুর্বদিকে অগ্রসর হন - ৪৩

            সমস্ত রাজপুত তার বিরুদ্ধে কাজ করে শুধু জয়চাদ ব্যতীত - ৪৩

            রাজপুতরা মুসলমানদের হারিয়ে দেন এবং মুহাম্মাদ ঘোরী আহতপ্রাপ্ত হইয়া চলে যান গজনীতে - ৪৪

       তারায়েনের দ্বিতীয় যুদ্ধ - ৪৪

               ১১৯২ সনে পুনরায় অভিযান হয় - ৪৪

                রাজপুতরা পরাজয় গ্রহণ করে - ৪৪

                পৃথ্বীরাজের পলায়ন এবং গ্রেফতার - ৪৪

                 আজমির অভিযান - ৪৪

                করা আদায়ের শর্তে আজমীর পৃথ্বীরাজের এক পুত্রের হাতে ছেড়ে দেয়া হয় - ৪৪

                ঘোরীর সেনাপতি কুতুবুদ্দিন আইবেক এর হাতে রাজ্যের ভার দিয়ে তিনি গজনীতে চলে যান - ৪৪

                ১১৯৪ সনে কনৌজের রাজা জয়চন্দ্র এর বিরুদ্ধে অভিযান এবং , চান্দওয়ার , এতাওয়ার , বেনারস ও কোল জয় - ৪৪

১১৯৭ সনে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজী এর মাদ্ধ্যবিার জয় হয় - ৪৪

                




বাংলাদেশ বিজয় - ৪৫

        সেসময় বাংলা লক্ষণসেনের অধীনে ছিল - ৪৫

        ১১৯৯ সনে কুতুবুদ্দিন এর সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ সৈন্যবাহীনির দল ছেড়ে সামনে আগে যান - ৪৫

         ১৮ জন সৈন্য নিয়ে হামলার পর রাজা পলায়ন করে ঢাকার নিকটে অংশ নেন - ৪৫

         ব্রিটিশদের আগ পর্যন্ত মুসলমানদের হাতে মুসলমানদের হস্তচ্যুত হয় নাই - ৮৫

কলিঙ্গ বিজয় - ৪৫

        ১২০২ খ্রি: কুতুবুদ্দিন আইবেগ কলিঙ্গে অভিযান করেন  - ৪৫

        কাল্পি ও বাদুইন দুর্গ জয় হয় - ৪৫

        উত্তর ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ স্থান মুসলমানদের আয়ত্বে আসে - ৪৫

মোহাম্মাদ ঘোরীর মিত্যূ - ৪৫