1. According to Our society
এই জায়গায় আমি যেটি বলতে চাই , সোসাইটিতেও কিন্তু , রং বলতে আমরা অনেক সময় , অনেক কিছুই বুঝিয়ে থাকি মানুষের বোঝার সহজসাধ্যের জন্য । কেও যদি বেশি খুশি - আমদ প্রকাশ করে থাকে , তখন , আমরা বলে থাকি , “তোমার কি রং লেগেছে ?” ! অথচ, এটি নিয়ে কেও প্রশ্ন তোলে নি ।
আবারো পত্রিকায় অনেক সময় লিখা দেখবেন , ”নতুন বছরে নতুন রঙ্গে রঙ্গিন হই” অনেক সময় এরকম লিখা আপনারা পাবেন । পত্রিকার মত জায়গাতেও , এরকম , লিখা তারা লিখে থাকেন ।
কেও কি আজ পর্যন্ত বিরুধীতা করেছে যে , এখানে রং মানে কি বুঝানো হয়েছে ? উত্তর: না ।
অথচ , আল্লাহ তায়ালা কোরআন সাজিয়েছেন , মানুষের বোঝার সহজসাধ্যের জন্য ।
2. According to Explanation:
আমরা যদি কোন বই পড়ি , সেই বইটির কোন লিখা যদি আমাদের , বুঝতে হবে , লেখক কি বুঝাতে চেয়েছেন , তার উপরে ।
কোরআনের একটি আয়াত , যদি বিতর্কীত মনে হয় , তখন আমাদের দেখা উচিত , রাসুল সা: কি বুঝিয়েছেন , এবং সাহাবায়ে-কেরাম এই আয়াতে , কি বুঝিয়েছেন সেভাবে আমাদের বোঝা উচিত ,
তাই নাস্তিকরা যদি আল্লাহর রং এর আয়াত দ্বারা তারা বুঝে থাকে , যে , এখানে রং এর কথা বুঝিয়েছে , তাহলে এর পক্ষে তাদের প্রমান দিতে হবে , সাহাবীরা কি এমন বুঝেছিল কিনা , !
যদি তারা প্রমান যদি না করতে পারে , তাহলে তারা এরকম দাবী করতে পারেন না ।
0 Comments