বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুয়ালাইকুম , আশা করি , দ্বীনি ভাই ও বোনেরা , আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন ।

নাস্তিকরা , যেই ক্লেইম টি করে থাকে , তা হল “আল্লাহ তায়ালা প্রতিশোধ গ্রহণকারী” !

এটি হল তাদের দাবী ।

প্রকৃত অর্থে , তারা যেটা বলতে চায় তা হলো , আল্লাহ তায়ালা প্রতিশোধ গ্রহণকারী তাই তিনি অমানবিক ।

আসলে প্রতিশোধ গ্রহণকারী বলতে তারা যেটা , যে আল্লাহ তায়ালা প্রতিশোধ নিবে , এটা কতটা মানবিক ?

আমরা যেটা করতে পারি আল্লাহ তায়ালার বিচার প্রক্রিয়ার যুক্তি সমূহ তুলে ধরতে পারি । এর পরে আমরা ব্যক্ষায় যাবো ইংশাআল্লাহ ।

চলুন এক নজরে দেখে নেই আল্লাহ তায়ালা কি বলছেন , 


উপরে সুরা ইমরানের ৪ নং আয়াতে শেষে , আল্লাহ তায়ালা বলেছেন , যে , 

“আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী” !

এবার আসুন , আল্লাহ তায়ালা প্রতিশোধ গ্রহনকারী এর যৌক্তিকতা নিয়ে আলোচনা করি ।


1. Logic Of Judge:

আল্লাহ তায়ালা প্রতিশোধগ্রহণ কারী হওয়ার কারণেই যদি , নাস্তিক অথবা , ইসলাম বিদ্বেশীরা , এভাবে বিরুধীতা করে থাকে ইসলামের , তাহলে তাদের সর্ব প্রথম রাষ্ট্রদ্রোহী পরিচয় দেয়া উচিত ।

কিরকম , আসুন তা ব্যক্ষা করি ।

আমাদের দেশে , চোরের জন্য একটা আইন আছে । ডাকাতের জন্যও একটা  আইন আছে । তাদের কিন্তু বিচারের আওতায় পরলে অবশ্যই একটা সাজা হবে , এবং শাস্তি সে পাবে । এখানে কিন্তু জনগণের পক্ষ থেকে সরকার প্রতিশোধ নিলো । কারণ কি ? প্রশ্ন আসতে পারে কিসের প্রতিশোধ ? প্রতিশোধ টা হলো , দীর্ঘদিন যাবত , সে জনগনের টাকা হরিলুট করেছে , চাদাবাজি করেছে , এর কারণে , প্রতিশোধ টি নিল সরকার ।

কেও কি আজ পর্যন্ত বলেছে , যে সরকার প্রতিশোধ গ্রহণকারী তাই আমরা তার বিরুধীতা করবো ? কেও বলেছে ? বলেনি , কারণ , এখানে সমস্ত ইসলামবিদ্বেশীর অবস্থা জিরো । সুতরাং , এই দাবী অযুক্তিক ।


2. Logic Of Anti - Law

এখন , আরেকটি কথা তোলা যেতে পারে , যে , একবার কল্পনা করুন , প্রতিশোধের বিরুধীতা করতেছে তারা । আচ্ছা ঠিক আছে ।

প্রতিশোধ , টা যদি আল্লাহ তায়ালা না নিতেন + কোরআনে না বলতেন , তাহলে কি হত ?

আসুন সেটাই দেখি ।

  1. Output . মানুষ পাপকর্ম করেই যেত তারা থামত না ।
  2. Output . নিচু স্তরের মানুষরা ক্ষতিগ্রস্ত হত , উচু স্তরের লোকেরা তারা সুখে থাকত ।
  3. Output . পরকালের কোন চিন্তা বা হিসাব থাকতই না ।
  4. Output .মালিক তার কম্পানিতে , সব সময় অসস্থীতে ভুগত , কর্মীদের নিয়ে ।
  5. Output . সমস্ত সমাজ আসতে আসতে ধ্বংস হয়ে যেত ।
তার মানে যারা বিরুধীতা করছে , তারা যদি প্রতিশোধের বিরুধীতা করে তাহলে সরকারেরও বিরুধীতা করতে হবে এবং , উপরের জিনিষ গুলো ঘটতে থাকবে । এবং নাস্তিকরা এটা নিয়ে পরে আছে , তার মানে তারা চায় যে উপরের জিনিষ গুলো যেন কার্যকর হয় । সুতরাং , তাদের এই দাবীও মানবতার দৃষ্টিকোন থেকে , অযুক্তিক ।


3. Logic Of Alternative:

যেহেতু তারা বিরুধীতা করছে , সেহেতু তাদের , কাছে অবশ্যই , এর চাইতে অবশ্যই ভালো কিছু আছে । যার উপরে ভিত্তি করে তারা বলছে , প্রতিশোধ নেওয়ার বিষয়টি খারাপ , তাই তাদেরকেই বলতে হবে , প্রতিশোধ না রেখে কি রাখা উচিত ছিল , এবং তাতে মানবতার কতটুকু ভালো বা খারাপ হত , এবং সেটা আবার কতটুকু যৌক্তিক ।


4. Logic Of Inquisition:

একজন মানুষ সে প্রধানমন্ত্রি হলো , হওয়ার পর এটা স্বাভাবিক , যে সে যদি মানুষ মারে , দুনিয়াতে খুব একটা জবাব দেয়া এবং শাস্তি পাওয়া জায়গা নেই । অথবা , সবার আড়ালে , কোন লোক যদি একজন কে মেরে ফেলে যেটা কেও জানল না , 

তার বিচার হবে ? উত্তর না ।

আবারও দেখুন , একজন ব্যক্তি একটা হত্যা করলো , তাকে আপনি সর্বচ্চো মিত্যূদন্ড দিবেন । কিন্তু একজন লোক যদি ৫০০০ মানুষ মারে , তাকেও তো মিত্যূদন্ডই দিতে পার্বেন সর্বচ্চ তাহলে , কিভাবে এটি , যুক্তিক হতে পারে ?

তাহলে , বোঝা গেল , এই জন্যই , পরকালের জবাবদীহিতা অত্যন্ত প্রয়োজনীয় । এবং এটা থাকা উচিত । সুতরাং , নাস্তিকদের এই দাবী ‍গুলো সমপূর্ণ ভিত্তিহীন ছাড়া আর কিছুই নয় ।