সূরা মুতাফফিফীন ৮৩:১৪ 

”কাফেরদের কথা সত্য নয় বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে ।”

সুরা নিসা ৪:১৪৭,১৪৮ = 
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ্‌কি করবেন ? আল্লাহ্‌পুরস্কার দানকারী, সর্বজ্ঞ । মন্দ কথার প্রচার আল্লাহ্‌পছন্দ করেন না , তবে কারো উপর যুলুম করা হলে ভিন্ন কথা ।

সুরা বাকারা ২:২৮৬ = 
আল্লাহ্‌ কাউকে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেন না ।

সুরা জাসিয়া ৪৫:৭ = 
দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য ।

সুরা জাসিয়া ৪৫:৯ =
 যখন সে আমার আয়াত সমূহের কিছু জানতে পারে তখন সে এটাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি ।

সুরা ইউনুস ১০:১০৮ =
হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে । সুতরাং যে হিদায়েত গ্রহণ করবে সে নিজের জন্যই হিদায়েত গ্রহন করবে আর যে পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে ।

সুরা বাকারা ২:৮৮ = 
তারা বলল আমাদের অন্তর সমূহ আচ্ছাদিত বরং তাদের কুফুরির কারনে আল্লাহ্‌ তাদেরকে লানত করেছেন অতপর তারা খুব কমই ইমান আনে ।

সুরা তওবা ৯:৭০ = তাদের কাছে তাদের রাসুলগন প্রমান সমূহ নিয়ে উপস্থিত হয়েছে, অতএব আল্লাহ্‌তাদের উপর জুলুম করার নন বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করছিল ।

সুরা জাসিয়া ৪৫:৮ = সে শোনে আল্লাহ্‌র আয়াত সমূহ যা তার সামনে তিলওয়াত করা হচ্ছে,অতপর সে অহংকারবশত সে এমনভাবে হঠকারিতা করে যেন সে তা শুনেইনি। অতএব তুমি তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেও ।

সুরা ইবরাহীম ১৪:২৮ = 
তুমি কি তাদের কে দেখনি, যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্ব-জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলয়ে।

সুরা হুমাযা ১০৪:১ = 
দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী ।

সুরা তওবা ৯:৮০ = 
আল্লাহ্‌ ফাসেক মানুষদের হেদায়েত দেন না ।
মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস = সুরা মুরসালাত ৭৭: ১৫,১৯,২৪,২৮,৩৪,৩৭,৪০,৪৫,৪৭,৪৯।

সুরা কাহফ ১৮: ২৯ = 
সত্য হল আল্লাহ্‌র পক্ষ থেকে । সুতরাং যে ইচ্ছা করে সে যেন ইমান আসে এবং যে ইচ্ছা করে সে যেন কুফুরি করে।

সুরা কাসাস ২৮:৫০ = 
তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো তারা তো নিজেদের খেয়াল খুশির অনুসরন করে, আর আল্লাহ্‌র দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরন করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে ? নিশ্চয় আল্লাহ্‌জালিম কওমকে হিদায়েত করেন না ।

সুরা ইনসান ৭৬:৩ = 
অবশ্যই আমি তাকে পথ দেখিয়েছি এখন হয় সে কৃতজ্ঞ অথবা অকৃতজ্ঞ ।

সুরা শামস ৯১:৯,১০ = 
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে লোক তাকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ্য হয়েছে যে তার নফসকে পাপে নষ্ট করেছে ।

সুরা মুযযাম্মিল ৭৩:১৯ = 
যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।