বিসমিল্লাহির রাহমানির রাহিম

সুরা মায়েদা কি বলছে , আসুন দেখি  ,


এই আয়াত টি কেন নাযিল হয়েছে , সেটা আগে আমাদের জানতে হবে ।
আপনারা দেখুন , 


তাফসিরে জালালাইন ২ নং খন্ড ১৫০ নাম্বার পেইজ

এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে , যে মুসলমানদের সাথে নিকটস্থ ইহুদিদের ও খ্রিষ্টানদের চুক্তি ছিল যেই চুক্তি ইহুদিরা ভঙ্গ করে , এবং মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাথে জোট করেছিল । এবং আক্রমণে উসকে দিল । ঠিক এই স্বরযন্ত্রের কথা কে কেন্দ্র কথাই বলা হয়েছে উক্ত আয়াতের শানে নুযুলে ।

তাহলে নাস্তিক নাম ধারী ইসলাম বিদ্বেশী গুলো এই আয়াত দিয়ে তারা বোঝায় যে, সমস্ত ইহুদি ও খ্রিষ্টানদের তারা আমাদের শত্রু তাদের ধ্বংস করতে হবে , এটা সেটা ঘোরার ডিম ।
আসলে তারা বিদ্বেশ ছড়ানোর জন্য এমনটি করে ।



আবার দেখুন , এই আয়াতের তাফসিরে কি বলা হয়েছে ,