বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুয়ালাইকুম , বন্ধুগণ , আশা করি সবাই অনেক ভালো আছেন । আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার , অশেষ রহমতে , আমিও ভালো আছি ।

বন্ধুগণ , আজকে , আলোচনা করবো , সেটা হল , ইসলামবিদ্বেশীরা তারা বলে থাকে , অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তায়ালা নিশেধ করেছে । সমস্ত অমুসলিমদের শুত্রু হিসেবে তাদের বয়কট করা হওক ।

এটা নাকি , আল্লাহ তায়ালা বলেছেন ।

আল্লাহ তায়ালা বলেন , 

সুরা মায়েদা এর ৫১ নং আয়াত নিয়ে নাস্তিকদের দাবী খন্ডন

সুরা ইমরানের এর ২৮ নং আয়াত নিয়ে নাস্তিকদের দাবী খন্ডন

সুরা আন নিসা ১৩৯ আয়াত নিয়ে নাস্তিকদের অভিযোগ খন্ডন

সুরা আন নিসা ১৪৪ নং আয়াতের অভিযোগের জবাব

সুরা মুমতাহিনা ১৩ নং আয়াতের অভিযোগের জবাব

সুরা মায়েদা এর ৫৭ নং আয়াতের অভিযোগের জবাব

সুরা আনআমের ৭০ নং আয়াতের অভিযোগের জবাব

উপরের বিষয়গুলো যদি দেখে থাকেন , তাহলে, আপনাদের কাছেই এখন, প্রশ্ন আপনার বিরুদ্ধে কেও অস্ত্র ধরলে আপনি কি তার সাথে, এক গলায় এক পিরিত হবেন ?

নাস্তিকদের কথা অনুযায়ী হয়ত , তারা সেটাই বুঝাইতে চাচ্ছে ।

এতক্ষণ যা দেখালাম , সমস্ত কিছু দ্বীনের ক্ষাতীরে এই ব্যবস্থা গুলো আল্লাহ তায়ালা দিয়েছেন ।

এবার আসুন, সামাজিকতার ক্ষাতিরে, কি ব্যবস্থা নেয়ার কথা ইসলামে বলা হয়েছে, সেটা আমরা দেখবো ।

নবী মুহাম্মাদ সা: অমুসলিমদের সাথে রাষ্ট্রীয় শান্তি চুক্তি করেছেন যাকে আমরা “মদিনা সনদ” বলে থাকি ।

-------------------------------------------