বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুরা আন নিসা এর ১৩৯ নং আয়াতে
বলা হয়েছে , যারা মুমিনদেরকে পরিত্যাগ করে কাফিরদের বন্ধুরূপে গ্রহন করে তারা কি তাদের নিকট সম্মান প্রত্যাশা করে ?
এই আয়াত টি কাদের কেন্দ্র করে নাযিল হয়েছে সেটাও দেখুন আসুন ।
উপরের বর্ণনা থেকে, আমরা বুঝতে পারি, এই আয়াত টি মুলত মুনাফিক ও মুর্তাদ দের ব্যাাপারে নাযিল যারা মুসলিমদের ছাড়া কাফেরদের বন্ধু রূপে গ্রহণ করেছে এবং মুসলিমদের নিয়ে হাসি তামাশা করেছে ।
0 Comments