প্রশ্ন = কুরআনের এক আয়াতে আছে আল্লাহ ইচ্ছা করেই মোহর মারেন যেমন সুরা জাসিয়া ৪৫:২৩ = আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশী কে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা কর না? = আপনার উপরের উত্তরে সাথে এটি সংঘাত হল না ?
উত্তরঃ আপনি এই আয়াত পড়েছেন ভাল কথা কিন্তু এই আয়াতেই তো বলা হয়েছে যে "আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশী কে স্বীয় উপাস্য স্থির করেছে?" এখান থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে কাফেররা ইসলাম গ্রহন করবেই না এবং তারা নিজেদের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে স্থির রেখেছে , যেহেতু তারা এই অন্যায় কাজ স্থির তাই আল্লাহও জেনে শুনেই মোহর মেরেছেন ব্যাস । আমার উপরের উত্তরের সাথে এই আয়াত মোটেও সংঘাত হয়নি বরং আরও পরিস্কার হয়েছে।
সুরা জাসিয়া ৪৫:২২ = আপনি ঐ আয়াতের আগের আয়াত পড়ুন যেখানে বলা হয়েছে আল্লাহ নভোমন্ডল ও ভূ-মন্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন, যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়। তাদের প্রতি যুলুম করা হবে না। এই আয়াতেও স্পষ্ট বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল আর কারো প্রতি কোন অন্যায় করা হবে না । এরপরে আল্লাহ সামেনের আয়াতেও পরিস্কার করে বলেছেন যে সুরা জাসিয়া ৪৫:২৭ = নভোমন্ডল ও ভূ-মন্ডলের রাজত্ব আল্লাহরই। যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
0 Comments