প্রশ্ন = সুরা আন’য়াম ৬:১১০ = আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন-তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্ত ছেড়ে দিব। - এখানে আল্লাহ প্রথমবার কাফেরদের ইমান না আনার জন্য কাফেরদের অন্তর ঘুরিয়ে দিচ্ছে দ্বিতীয় হেদায়েতের সুযোগ না দিয়ে এখানে কি তাহলে আল্লাহর দোষ হচ্ছে না ? (নাউজুবিল্লাহ)

উত্তরঃ উপরের আয়াতে বলাই হয়নি যে কাফেররা হেদায়েত আনতে চেয়েছিল কিন্তু এরপরেও আল্লাহ তাদের অন্তর ঘুরিয়ে দিয়েছেন । আসলে কাফেররা প্রথমবার ইমান আনে নি এবং এর উপরেই অটল থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাই আল্লাহ তাদের অন্তর অবাধ্যতায় ঘুরিয়ে দিয়েছেন । কাফেররা দ্বিতীয় সুযোগ নিবেই না যখন তখন আল্লাহ কেন তাদের হেদায়েত দিবেন ? আপনি আল্লাহকে মানবেন না এবং মৃত্যুর আগ পর্যন্ত এর উপর অটল থাকবেন বলে শপথ করছেন আবার আল্লাহকে দোষ দিয়ে বলছেন আল্লাহ কেন আপনাকে হেদায়েত দিচ্ছে না এটা তো হাস্যকর ।
অনেকটা এরকম যে কোন এক ছাত্র প্রথমবার ফেইল করেছে এবং সে জীবনে পাশ করবে না বলে সিদ্ধান্ত নিয়েই রেখেছে আবার শিক্ষককে দোষ দিচ্ছে যে স্যার কেন তাকে পাশ করায় না ? হাস্যকর ।
কেউ যদি ইমান না আনে এবং এর উপরেই অটল থাকতে চায় তাহলে তার অন্তর সেই দিকেই ঘুরে যাবে এটাই আল্লাহর সিস্টেম । কিন্তু কেউ যদি আল্লাহর কাছে সাহায্য চায় এবং তওবা করতে পারে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায় । নিচের আয়াত থেকেই স্পষ্ট যে আল্লাহ বিনা কারনে কারো অন্তর ঘুরান না অর্থাৎ কেউ যদি কুফরের উপর অটল না থাকে তাহলে তার অন্তর সেই দিকে ঘুরবে না ।
সুরা আরাফ ৭:১৭৭ = কত খারাপ সে মানুষদের অবস্থা যারা আয়াত সমুহকে মিথ্যা সাব্যস্ত করে এবং নিজেদের উপর জুলুম করে।
সুরা রাদ ১৩:১১ = নিশ্চয় আল্লাহ্‌কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না, যে পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে।
সুরা নাজম ৫৩:৩৯,৪০ = মানুষ শুধু তাই পায় যা সে অর্জন করে এবং তার কর্ম শীঘ্রই তাকে দেখানো হবে।
সুরা ইউনুস ১০:১০৮ = হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে । সুতরাং যে হিদায়েত গ্রহণ করবে সে নিজের জন্যই হিদায়েত গ্রহন করবে আর যে পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে ।
সুরা কাহফ ১৮: ২৯ = সত্য হল আল্লাহ্‌র পক্ষ থেকে । সুতরাং যে ইচ্ছা করে সে যেন ইমান আসে এবং যে ইচ্ছা করে সে যেন কুফুরি করে।
সূরা মুতাফফিফীন ৮৩:১৪ = কাফেরদের কথা সত্য নয় বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে ।