প্রশ্ন  = সুরা আন’য়াম ৬:১০৭ = যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরিক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। - এখানে তো বলা হচ্ছে আল্লাহ চান না যে কাফেররা হেদায়েত পাক তাই আল্লাহ বিনা কারনে তাদেরকে শিরিক করাচ্ছেন?
📶উত্তরঃ "যদি আল্লাহ চাইতেন তাহলে শিরিক করত না" এখানে আল্লাহর ক্ষমতা প্রকাশ পেয়েছে। এরমানে এই না যে আল্লাহ চান না তারা হেদায়েত হক । যেহেতু দুনিয়া পরীক্ষা হল তাই আল্লাহ কাউকে হুট করেই হেদায়েত দিবেন সেটা কিভাবে হয় যদি না সেই ব্যাক্তি নিজে কোন চেষ্টা না করে ।
ধরুন বিল গেটস একদিন বলল আমি ইচ্ছা করলে বাংলাদেশের সকল যুবকে ধনী করে দিতে পারি কিন্তু করব না আমি চাই তারা চেষ্টা করুক । আচ্ছা এখানে কি কেউ বলবে যে বিল গেটস চায় যে বাংলাদেশ গরীব থাকুক ? উত্তর হচ্ছে না । ঠিক একইভাবে আল্লাহ যদি চান তাহলে দুনিয়ার সবাইকেই হেদায়েত দিতে পারে কিন্তু দিবেন না কারন আল্লাহ চান মানুষ হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করুক । যেমনঃ সুরা ইউনুস ১০:১০৮ = হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে । সুতরাং যে হিদায়েত গ্রহণ করবে সে নিজের জন্যই হিদায়েত গ্রহন করবে আর যে পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে ।