বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম ,
বন্ধুগণ , নাস্তিক ভাইরা প্রায়ই এই কথা গুলো বলে যে , মুহাম্মাদ সা: কতটা নিকূষ্ট হলে পরে ৬ বছরের শিশু কে বিবাহ করতে পারে ?!!
মারাত্মক কথা !
এইরকম প্রশ্ন শুনলে কিন্তু স্বাভাবিক ভাবে যে কোন মুসলমান একটু চিন্তায় পরে যাবে যে আসলে এটার উত্তর কি দেওয়া যেতে পারে !!
এইরকম প্রশ্ন শুনলে কিন্তু স্বাভাবিক ভাবে যে কোন মুসলমান একটু চিন্তায় পরে যাবে যে আসলে এটার উত্তর কি দেওয়া যেতে পারে !!
দু:খের বিষয় হলো অনেক মুসলমান এতে ঈমান ও হারিয়ে ফেলেছে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিকি কথা বলার কারনে ।
আমাদের আলোচনার হেডলাইন সমূহ:
-----------------------------------------------------------------------------------------------------
নাস্তিকদের কাছে এখন আমার প্রশ্ন :-
১. বর্তমান বিশ্বে আইন করে বিবাহ সমপূর্ণ করা হচ্ছে আপনি কি তার বিরুধীতা করেছেন ?
২. হিন্দু ধর্মে যেহেতু , বাল্যবিবাহের বিশাল ইঙ্গিত পাওয়া যায় , কয়টা প্রতিবাদ জানিয়েছেন ?
৩. রাসুল সা: যদি শিশুকামিই হবেন , তাহলে হাদিস গ্রন্থ গুলো তে তার ইঙ্গিত পাওয়া যায় না কেন ?
৪. অল্প বছর বয়সে মা আয়িশ্যা রা: এর বিবাহ না হলে তিনি , কিভাবে ফকিহ , পন্ডিত , মুফাসসির হতেন ? তার অনুপুস্থিতিতে আমরা অনেক হাদিস হারাইতাম , এবং পরবর্তীতে ইসলামবিদ্বেশীরাই বলত , ইসলামে এইটা নেই ঐটা নেই , ! অল্প বয়সে বিবাহ না করলে তিনি কিভাবে ফকীহ হতেন ?
৫. সাহাবিরা কোন বিষয়ে সংশয়ে মরলে মা আয়িশ্যা রা: এর কাছে ব্যক্ষা নিত যার মাদ্ধম্যে পরবর্তী সমস্ত মুসলিমগণ কোন না কোন প্রশ্নের উত্তর পেত , এটা কিভাবে সম্ভব হত ?
৬. কমপক্ষে ২২১০ টি হাদিস তিনি বর্ণনা করেন , এটা তিনি অল্প বয়সে বিবাহ না করলে কিভাবে সম্ভব হত ?
নাস্তিক দাদাবাবুদের কাছে অনুরোধ , এই জবাব দিয়ে , তারপর , এই বিষয়ে ইসলাম বিদ্বেশী করতে আসবেন ।
0 Comments